হোয়াটসঅ্যাপে শিশুদের অনলাইন নিরাপত্তা আরও জোরদার করতে আসছে নতুন সেকেন্ডারি অ্যাকাউন্ট ফিচার। এই সুবিধার মাধ্যমে অভিভাবকরা তাদের সন্তানের জন্য আলাদা একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, যা মূল বা প্রাইমারি অ্যাকাউন্টের সঙ্গে ডিজিটাল লিংকের মাধ্যমে যুক্ত থাকবে। ডব্লিউএ বিটা ইনফোর তথ্য অনুযায়ী, এই সেকেন্ডারি অ্যাকাউন্টে থাকবে নির্দিষ্ট সীমাবদ্ধতা ও নিয়ন্ত্রিত সুবিধা, যাতে শিশুদের অনলাইন ঝুঁকি কমানো যায়।
এই ফিচারের মাধ্যমে অভিভাবকরা সন্তানের গুরুত্বপূর্ণ প্রাইভেসি সেটিংস পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করতে পারবেন। অনেক সময় শিশুরা নিরাপত্তা সেটিংস উপেক্ষা করে থাকে, যা ঝুঁকিপূর্ণ হতে পারে। সেকেন্ডারি অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে কেবল পরিচিত কনট্যাক্টদের কাছ থেকেই কল ও মেসেজ গ্রহণের সুযোগ থাকবে। বর্তমানে হোয়াটসঅ্যাপে এমন কোনো আলাদা অপশন নেই, যেখানে ব্যবহারকারীরা নির্দিষ্টভাবে শুধু পরিচিতদের কাছ থেকেই কল বা মেসেজ পাওয়ার ব্যবস্থা করতে পারেন। অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের জন্য এই পরিবর্তনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, অভিভাবকরা কি সন্তানের ব্যক্তিগত চ্যাট বা কল সরাসরি দেখতে পারবেন? হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অভিভাবকরা সরাসরি চ্যাট বা কলের কনটেন্ট দেখতে পারবেন না। তবে তারা অ্যাকাউন্ট ব্যবহারের রিপোর্ট ও ব্যবহার প্যাটার্ন সংক্রান্ত তথ্য জানতে পারবেন। এতে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখেই অভিভাবকীয় তত্ত্বাবধান নিশ্চিত করা সম্ভব হবে।
হোয়াটসঅ্যাপের এন্ড-টু-এন্ড এনক্রিপশন আগের মতোই কার্যকর থাকবে। ফলে ব্যক্তিগত বার্তা ও কথোপকথনের নিরাপত্তা অক্ষুণ্ন থাকবে। প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো, ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ না করেই শিশুদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করা।
বর্তমানে সেকেন্ডারি অ্যাকাউন্ট পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রাইমারি কন্ট্রোল ফিচারটি ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে। হোয়াটসঅ্যাপ পরীক্ষা করে দেখছে, কীভাবে এই নতুন প্যারেন্টাল টুলগুলো বিদ্যমান সেটিংসের সঙ্গে সহজভাবে যুক্ত করা যায়। পাশাপাশি ইন্টারফেস আরও ব্যবহারবান্ধব করা হচ্ছে, যাতে অভিভাবকরা সহজেই সন্তানের জন্য সেকেন্ডারি অ্যাকাউন্ট সেটআপ করতে পারেন।
ফিচারটি চালু হলে সন্তানের বয়স ও প্রয়োজন অনুযায়ী নিরাপদ সেটিংস নির্ধারণ করতে পারবেন অভিভাবকরা। এতে শিশুদের অনলাইন নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
সিএ/এমআর


