শুক্রবারের প্রাণঘাতী ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই শনিবার (২২ নভেম্বর) রাজধানী ও আশপাশের এলাকায় ৮ ঘণ্টার ব্যবধানে আরও তিনটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ঘন ঘন ভূকম্পনের এই ঘটনা নিয়ে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এটিকে ভালো লক্ষণ হিসেবে দেখা যায় না।
বিশ্বব্যাপী ভূমিকম্পের তথ্য সরবরাহকারী জনপ্রিয় ওয়েবসাইট ‘আর্থকোয়াকট্র্যাকার ডটকম’ রোববার (২৩ নভেম্বর) দুপুরে জানায়, গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন স্থানে ৯১টি ভূমিকম্প হয়েছে। এছাড়া, গত সাতদিনে অন্তত ৮৫২টি ভূমিকম্পের ঘটনা ঘটেছে।

বাংলাদেশে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এরপর শনিবার প্রথম কম্পনটি সকাল ১০টা ৩৮ মিনিট ১২ সেকেন্ডে রিখটার স্কেলে ৩.৩ মাত্রায় অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ২৯ কিলোমিটার উত্তর-পূর্বে নরসিংদীর পলাশে।
শনিবার সন্ধ্যায় ঢাকার বাড্ডায় পরপর দুটি ভূমিকম্প হয়। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে রিখটার স্কেলে ৩.৭ মাত্রার প্রথম ভূমিকম্প হয়। এর এক সেকেন্ড পর একই স্থানে ৪.৩ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প হয়। প্রথম ভূমিকম্পটির উৎপত্তিস্থল বাড্ডা এবং দ্বিতীয়টির উৎপত্তিস্থল নরসিংদী।
শুক্রবারের ভূমিকম্পে রাজধানীসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্পের ঘটনায় শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সবচেয়ে বেশি ৫ জনের মৃত্যু হয় নরসিংদীতে, ঢাকায় চারজন এবং নারায়ণগঞ্জে একজন মারা যান। ভূমিকম্পের সময় অনেকেই আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়েন, এছাড়া কিছু ভবন হেলে পড়ে এবং ফাটল দেখা দেয়।
সিএ/এমআরএফ


