রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। সারাদেশে আহত হয়েছেন অন্তত সাড়ে চারশো মানুষ। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীর মাধবদীকে কেন্দ্র করে এই ভূমিকম্প আঘাত হানে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।
ঢাকায় পুরান ঢাকার বংশাল কসাইটুলীতে পাঁচতলা ভবনের রেলিং ধসে পথচারী তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন—সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম, হাজি আব্দুর রহিম ও মেহরাব হোসেন। ঘটনায় ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধারকাজে অংশ নেয়।
নরসিংদীতে বাবা-ছেলেসহ ৫ জনের মৃত্যু হয়েছে। বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন এলাকায়। বেশ কয়েকটি ভবন হেলে পড়েছে ও ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে আগুন লাগে। নিহতরা হলেন—গাবতলীর হোসেন ও তার ছেলে ওমর ফারুক, পলাশের কাজেম আলী ভূইয়া, ডাঙ্গার নাসির উদ্দিন এবং শিবপুরের ফুরকান মিয়া। আহত হয়েছেন শতাধিক মানুষ।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে মারা গেছে ফাতেমা নামে ২ মাস বয়সী এক নবজাতক। আহত হয়েছেন তার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন।
গাজীপুরের কালীগঞ্জে গাছ থেকে পড়ে নিহত হয়েছেন সুজিৎ দাস নামে এক যুবক। পাশাপাশি মসজিদ ও ভবনে ফাটলসহ ক্ষয়ক্ষতি দেখা গেছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে আহত হয়েছেন ৪৬১ জন। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ ও নিরাপত্তায় কাজ চলছে বলে জানানো হয়েছে।
সিএ/এমআরএফ


