Sunday, January 11, 2026
15.4 C
Dhaka

বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি কবিরা গুনাহ

মহান আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন এবং ন্যায্য ও উত্তম পন্থায় ব্যবসা পরিচালনার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি ব্যবসার ক্ষতিকর ও সমাজবিরোধী দিকগুলো থেকে মানুষকে সতর্ক করেছেন এবং সেসব কাজকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। এর মধ্যে অন্যতম হলো পণ্য বা মাল অপকৌশলে গুদামজাত করে রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা।

বর্তমান সময়ে একশ্রেণির অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় প্রয়োজনীয় পণ্য গুদামজাত করে রাখছে। পণ্যের দাম স্বাভাবিক থাকলে তারা সেগুলো বাজার থেকে সরিয়ে নেয় এবং পরিকল্পিতভাবে সংকট তৈরি করে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হয়। ইসলামের দৃষ্টিতে এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ নাজায়েজ ও হারাম।

ইসলামি শরিয়তে ব্যবসা ও বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নীতি হলো, স্বাভাবিক অবস্থায় সরকারিভাবে পণ্যের দাম নির্ধারণের প্রয়োজন নেই। বরং পণ্যকে তার স্বাভাবিক গতিতে চলতে দেওয়া উচিত। হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, নবী কারিম (সা.)-এর যুগে দ্রব্যমূল্য বেড়ে গেলে সাহাবিরা বললেন, ‘ইয়া রাসূলুল্লাহ! আমাদের জন্য দ্রব্যমূল্য নির্ধারণ করে দিন।’ তখন নবী কারিম (সা.) বললেন, ‘নিশ্চয়ই আল্লাহতায়ালা হলেন মূল্য নির্ধারক। তিনিই সংকীর্ণতা ও প্রশস্ততা আনয়নকারী এবং তিনিই রিজিক দানকারী। আমি আশা করি, আমি আমার রবের সঙ্গে এমতাবস্থায় মিলিত হব যে, তোমাদের মধ্য থেকে কেউ যেন জীবন বা সম্পদের ব্যাপারে আমার ওপর জুলুমের দাবি করতে না পারে।’ (তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ ও দারেমি)।

এই হাদিস থেকে বোঝা যায়, বিশেষ পরিস্থিতি ছাড়া প্রশাসনের পক্ষ থেকে দ্রব্যমূল্য নির্ধারণ করা সমীচীন নয়। তবে এর পাশাপাশি রাষ্ট্রের দায়িত্ব হলো, অসাধু ব্যবসায়ীরা যেন সিন্ডিকেট গড়ে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি করা। কারণ ইসলাম মজুতদারদের জন্য পরকালে কঠিন শাস্তির ঘোষণা দিয়েছে।

নবী করিম (সা.) বলেছেন, ‘আমদানিকারক রিজিকপ্রাপ্ত, আর মজুতদার বা গুদামজাতকারী অভিশপ্ত।’ (ইবনে মাজাহ)। অপর একটি হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি পণ্য গুদামজাত করবে, সে বড় অপরাধী ও গুনাহগার।’ (মুসলিম)। উমর ইবনে খাত্তাব (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, ‘যে ব্যক্তি মুসলমানদের খাদ্যদ্রব্য গুদামজাত করবে, আল্লাহ তাকে কুষ্ঠরোগ বা দারিদ্র্যে আক্রান্ত করবেন।’ (ইবনে মাজাহ)।

এমনকি মজুত করা পণ্য পরবর্তীতে সদকা বা দান করে দিলেও সেই গুনাহ থেকে মুক্তি পাওয়া যায় না। হজরত আবু উমামা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘যদি কোনো ব্যক্তি ৪০ দিন খাদ্যদ্রব্য গুদামজাত করে রাখার পর তা সদকা করে দেয়, তবে এ সদকা তার গুনাহের কাফফারা হবে না।’ (রাজিন)।

অনেকের মনে প্রশ্ন আসে, তাহলে হজরত ইউসুফ (আ.) কেন খাদ্যদ্রব্য সঞ্চয় করেছিলেন। এর উত্তর হলো, তিনি আল্লাহর নির্দেশে জনকল্যাণের উদ্দেশ্যে প্রথম সাত বছরের উদ্বৃত্ত শস্য সংরক্ষণ করেছিলেন, যাতে পরবর্তী সাত বছরের দুর্ভিক্ষে মানুষ অনাহারে না থাকে। এটি ছিল মানুষের কল্যাণে সঞ্চয়, অধিক মুনাফার আশায় মজুতদারি নয়।

হজরত আবু লাইস (রহ.) তাঁর ‘আল জামিউস সগীর’ গ্রন্থে গুদামজাতকরণের তিনটি অবস্থা উল্লেখ করেছেন—মাকরুহ, জায়েজ ও নিষিদ্ধ। ইমাম নববী (রহ.)সহ অন্যান্য আলেমদের মতে, কয়েকটি কারণে গুদামজাত করা হারাম হিসেবে গণ্য হয়। এর মধ্যে রয়েছে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে পণ্য মজুত করা, পণ্যের দাম বাড়লে আনন্দিত হওয়া ও কমলে দুশ্চিন্তায় পড়া এবং জনদুর্ভোগ সৃষ্টি করে অতিরিক্ত মুনাফার আশা করা।

বিশেষ করে কোনো এলাকার প্রধান খাদ্যশস্য গুদামজাত করা মারাত্মক গুনাহ। এ বিষয়ে রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি মূল্যবৃদ্ধির আশায় কোনো খাদ্যদ্রব্য ৪০ দিন মজুত করে রাখবে, সে আল্লাহর দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাবে এবং আল্লাহও তার দায়িত্ব থেকে মুক্ত হবেন।’ (রাজিন)। এর অর্থ এই নয় যে, ৪০ দিনের কম সময়ের জন্য মজুত করা বৈধ। বরং যে উদ্দেশ্যে মজুত করা হারাম, তা এক দিনের জন্য হলেও গুনাহের কাজ।

পরিশেষে ব্যবসায়ী সমাজের প্রতি ইসলামের স্পষ্ট আহ্বান হলো, হালাল উপায়ে ও ন্যায্যতার সঙ্গে ব্যবসা করা। দুনিয়ার সাময়িক লাভের আশায় যেন কেউ নিজের পরকাল ধ্বংস না করে। সততা ও ন্যায়সঙ্গত মূল্য বজায় রেখে ব্যবসা পরিচালনার মাধ্যমে মানুষের দোয়া ও আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই হওয়া উচিত একজন মুমিন ব্যবসায়ীর লক্ষ্য।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

হজকে সামনে রেখে মসজিদুল হারামে চলছে বড় সংস্কার ও সম্প্রসারণ

পবিত্র মক্কা নগরী এখন কর্মমুখর। ২০২৬ সালের হজকে সামনে...

‘যারা কখনো ব্যাট ধরেনি খেলাধুলায় অনভিজ্ঞ, তারা চালায় ক্রিকেট’

আইপিএলের আসন্ন আসরে বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতা...

দ্বীনের সৌরভে সুবাসিত হোক আমাদের জীবন

ইসলামের মূল দর্শন হলো মানুষের সমগ্র সত্তাকে আল্লাহতায়ালার কাছে...

গুগলের ভূমিকম্প সতর্কবার্তা প্রযুক্তি

গুগলের আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম অ্যান্ড্রয়েড ফোনের সংবেদনশীল এক্সেলারোমিটার ব্যবহার...

বিশ্বস্ত ব্র্যান্ডের নামেই বাড়ছে ডিজিটাল প্রতারণা

প্রযুক্তির সুবিধার পাশাপাশি সাইবার ঝুঁকিও দ্রুত বাড়ছে বিশ্বজুড়ে। সাইবার...

কোরআন চুম্বন নিয়ে আলেমদের ভিন্নমত কেন

অনেক মুসলমান আবেগ ও ভালোবাসা থেকে কোরআন শরিফ চুম্বন...

মানসিক চাপে কোরআনের আশ্রয় কেন জরুরি

বর্তমান সময়ে মুসলিম তরুণদের জীবনে নানা ধরনের মানসিক ও...

মানবাকৃতির রোবটে বিনিয়োগ বাড়াচ্ছে চীন

চীনের মানবাকৃতির একটি রোবট টানা তিন দিনে ১০০ কিলোমিটারের...

১৪ জানুয়ারি থেকে অনলাইনে শুরু হচ্ছে এমপিও আবেদন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের স্কুল ও কলেজ পর্যায়ের জনবল কাঠামো এবং...

নতুন চুক্তিতে যাচ্ছে টিকটক

যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা ও পরিচালন কাঠামোতে বড় ধরনের পরিবর্তন...

চার্জিং স্পিড বাড়ানোর ইঙ্গিত গ্যালাক্সি এস২৬-এ

স্যামসাং আগামী বছরের শুরুর দিকেই তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বড় অগ্রগতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিকভাবে লাভজনক বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পথে গুরুত্বপূর্ণ...

পাঠ্যবইয়ে রাজনৈতিক ইতিহাস উপস্থাপন নিয়ে প্রশ্ন

২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সঙ্গে ২০২৪ সালের...

কেন নিজের গড়া টেনিস সংগঠন ছাড়লেন জোকোভিচ

পেশাদার টেনিস খেলোয়াড়দের সংগঠন প্রফেশনাল টেনিস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন থেকে...
spot_img

আরও পড়ুন

হজকে সামনে রেখে মসজিদুল হারামে চলছে বড় সংস্কার ও সম্প্রসারণ

পবিত্র মক্কা নগরী এখন কর্মমুখর। ২০২৬ সালের হজকে সামনে রেখে মসজিদুল হারাম ও এর আশপাশের এলাকায় সৌদি সরকার ব্যাপক সংস্কার ও সম্প্রসারণ কার্যক্রম চালাচ্ছে।...

‘যারা কখনো ব্যাট ধরেনি খেলাধুলায় অনভিজ্ঞ, তারা চালায় ক্রিকেট’

আইপিএলের আসন্ন আসরে বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে যাচ্ছিল কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে...

দ্বীনের সৌরভে সুবাসিত হোক আমাদের জীবন

ইসলামের মূল দর্শন হলো মানুষের সমগ্র সত্তাকে আল্লাহতায়ালার কাছে সমর্পণ করে দেওয়া। মানুষের শক্তি, ইচ্ছা, কামনা-বাসনা, আশা-আকাঙ্ক্ষা, আবেগ-অনুভূতি—জীবনের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত...

গুগলের ভূমিকম্প সতর্কবার্তা প্রযুক্তি

গুগলের আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম অ্যান্ড্রয়েড ফোনের সংবেদনশীল এক্সেলারোমিটার ব্যবহার করে ভূমিকম্পের প্রাথমিক কম্পন শনাক্ত করতে পারে এবং ব্যবহারকারীদের কয়েক সেকেন্ড আগে সতর্কবার্তা পাঠাতে সক্ষম।...
spot_img