বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণাকে ঘিরে দেশে আতঙ্ক বিরাজ করছে। একটি মহল এ বিষয়টিকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে বলেও তিনি অভিযোগ করেন। রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তার বক্তব্যে তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন বিভ্রান্তি ও জটিল সংকটে রয়েছে। একটি গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে রাজনীতিতে অনিশ্চয়তা বাড়াতে চাইছে। এমন অবস্থায় জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে নির্বাচনী প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে সব রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বিএনপি মহাসচিব বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নেই এবং নির্বাচিত সরকার ছাড়া এই সংকটের সমাধান সম্ভব নয়। তাই দ্রুত একটি নির্বাচিত সরকার গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।
আগামীকাল সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলার রায়কে ঘিরে তিনি আরও বলেন, দেশের মানুষ উদ্বেগের মধ্যে রয়েছে। এ রায়কে কেন্দ্র করে কেউ যদি নৈরাজ্য সৃষ্টি করে, তবে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।
মওলানা ভাসানীর অবদান স্মরণ করে তিনি বলেন, স্বাধীন ও কল্যাণকর রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন ভাসানী। যদিও তিনি জীবদ্দশায় সেই স্বপ্নের পূর্ণতা দেখতে পারেননি। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতি ভাসানীর দোয়া ও সমর্থনের কথাও স্মরণ করেন তিনি।
সিএ/এমআরএফ


