বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন সম্প্রতি পা রেখেছেন জীবনের ৮৩তম বছরে। বয়স হলেও তিনি এখনো সমানতালে কাজ করে যাচ্ছেন বড় ও ছোট পর্দায়। তবে এবার আলোচনায় নয়, বিতর্কে নাম এসেছে তার ও বচ্চন পরিবারের। দীপাবলিতে কর্মচারীদের উপহার দেওয়া নিয়েই শুরু হয়েছে তুমুল সমালোচনা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বচ্চন পরিবারের নিরাপত্তাকর্মীরা হাতে মিষ্টির বাক্স নিয়ে অমিতাভের বাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন। প্রতিদিনের মতোই বাইরে ভিড় জমেছে অনুরাগীদের। এ সময় একজন অনুরাগী জানতে চান, ‘আর কী উপহার পেলেন আপনারা?’ নিরাপত্তাকর্মী জানান, ‘প্রত্যেক কর্মীকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।’
এই ভিডিওটি ইনস্টাগ্রামে ভাইরাল হতেই শুরু হয় নানা মন্তব্য। অনেকে প্রশ্ন তুলেছেন—‘বলিউডের সবচেয়ে ধনী ও প্রভাবশালী পরিবার তাদের কর্মচারীদের জন্য এত কম উপহার দিল কেন?’ কেউ কেউ আরও বলেছেন, ‘অমিতাভের মাসিক আয় যেখানে প্রায় ৫ কোটি টাকা, সেখানে ১০ হাজার টাকার উপহার সত্যিই তুচ্ছ।’
সমালোচকরা মন্তব্য করছেন, অমিতাভের মতো তারকার কাছ থেকে সবাই আরও বড়সড় মানবিকতা ও উদারতা আশা করে। তাদের মতে, এমন ক্ষুদ্র উপহার তার মতো ব্যক্তিত্বের সঙ্গে মানায় না।
তবে অন্যপক্ষ বলছে, অন্তত তিনি নিজের কর্মচারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু দিয়েছেন—এটিও প্রশংসার যোগ্য। অনেক ভক্তই বলেছেন, ‘সব উপহার টাকার অঙ্কে বিচার করা যায় না, ভালোবাসা দিয়েই মাপা উচিত।’
এদিকে এই বিতর্কের মধ্যেই এখনো বচ্চন পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সিএ/এমআর


