Home বিনোদন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা মাধান বব আর নেই

জনপ্রিয় দক্ষিণী অভিনেতা মাধান বব আর নেই

0
মাধান বব। ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তামিল অভিনেতা এস কৃষ্ণমূর্তি, যিনি মাধান বব নামে বেশি পরিচিত, মারা গেছেন। গত ২ আগস্ট শনিবার সন্ধ্যায় চেন্নাইয়ের আদয়ার এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থাকার পর তিনি জীবনের সমাপ্তি টানেন। মাধান ববের বয়স হয়েছিল ৭১ বছর।

পরিবার সূত্রে জানা যায়, মাধান বব পরিবারের অষ্টম সন্তান ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে তামিল চলচ্চিত্র জগতে সক্রিয় ছিলেন এবং কমল হাসান, রজনীকান্ত, অজিত কুমার, সুরিয়া কুমার, বিজয় থালাপতি সহ বহু বর্ষীয়ান তারকার সঙ্গে কাজ করেছেন। তার মৃত্যুতে দক্ষিণী চলচ্চিত্র জগতের অনেক তারকা শোক প্রকাশ করেছেন এবং সামাজিক মাধ্যমে ভক্তরা তাকে স্মরণ করেছেন।

১৯৮৪ সালে বালু মহেন্দ্র পরিচালিত ‘নিংগাল কেট্টাভাই’ সিনেমা দিয়ে মাধান ববের অভিনয় জীবন শুরু হয়। এরপর থেকে তার অভিনয় জীবন একের পর এক সফলতায় ভরা ছিল। তাঁর চোখ কপালে তোলা ভঙ্গিমা, প্রাণবন্ত হাসি এবং অনন্য অভিনয়শৈলী দর্শকদের মন জয় করেছিল। তিনি নিজেও জানিয়েছেন, তার অভিনয়ের অনুপ্রেরণা ছিলেন কৌতুক অভিনেতা কাকা রাধাকৃষ্ণন।

চার দশকের কর্মজীবনে মাধান বব তামিল, মালায়ালম, তেলেগু এবং হিন্দি চলচ্চিত্রে প্রায় ২০০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। ‘তেনালি’ ছবির ডায়মন্ড বাবু এবং ‘ফ্রেন্ডস’ ছবির ম্যানেজার সুন্দরেশন চরিত্রগুলি আজও দর্শকদের স্মৃতিতে বিরাজমান। তিনি হিন্দি সিনেমা ‘চাচি ৪২০’ এবং মালায়ালম সিনেমা ‘ভ্রমরম’, ‘সেলুলয়েড’-এও অভিনয়ের মাধ্যমে প্রশংসা পেয়েছিলেন।

বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও তার শক্ত অবস্থান ছিল। সান টিভির জনপ্রিয় কমেডি শো ‘আসাথা পোভাথু ইয়ারু’তে বিচারকের আসনে বসে তিনি তার রসবোধ ও বুদ্ধিমত্তায় দর্শকদের মন জয় করতেন।

মাধান বব ১৯৫৩ সালের ১৯ অক্টোবর চেন্নাইতে জন্মগ্রহণ করেন। অভিনয়ের আগে তিনি সংগীতশিল্পী ছিলেন। গিটার বাজানো শিখে ওষুধ কোম্পানিতে প্রতিনিধি ও বিক্রয় কর্মকর্তা হিসেবে কাজ করার পর পুরোপুরি অভিনয় ও সংগীতের দিকে মনোনিবেশ করেন। ১৯৭৫ সালে দূরদর্শন চেন্নাইয়ে প্রথমবার গিটার বাজানোর কৃতিত্ব তারই।

মাধান ববের মৃত্যু দক্ষিণী চলচ্চিত্রের একটি অমূল্য অধ্যায়ের সমাপ্তি। তার স্মৃতি সবসময় ভক্ত ও সহকর্মীদের মনে চিরস্থায়ী থাকবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version