Home বিনোদন ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদের পর ম্রুণাল ঠাকুরের প্রেমে ধানুষ? উঠছে জোর গুঞ্জন

ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদের পর ম্রুণাল ঠাকুরের প্রেমে ধানুষ? উঠছে জোর গুঞ্জন

0

রজনীকান্ত কন্যা ঐশ্বরিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন দক্ষিণী অভিনেতা ধানুষ—এমন গুঞ্জন উঠেছে বিনোদন অঙ্গনে। শোনা যাচ্ছে, তিনি এখন ‘সীতা রমন’ খ্যাত বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে রয়েছেন।

সম্প্রতি একাধিক অনুষ্ঠান ও জন্মদিনের পার্টিতে তাদের একসঙ্গে দেখা গেছে। গত ১ আগস্ট ম্রুণাল ঠাকুরের জন্মদিনে ধানুষ উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানে তোলা একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায়, ধানুষ ম্রুণালের হাত ধরে ঘনিষ্ঠভাবে কথা বলছেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই জল্পনা আরও বেড়ে গেছে। অনেকেই ধারণা করছেন, তাদের সম্পর্ক এখন আর শুধুই বন্ধুত্বের সীমায় নেই। বিষয়টিকে আরও জোরালো করেছে ম্রুণালের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সান অফ সর্দার ২’-এর একটি বিশেষ প্রদর্শনীতে ধানুষের উপস্থিতি। সেই প্রদর্শনীর একটি ভিডিওতেও তাদের একসঙ্গে, ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে।

এছাড়াও ধানুষ ও ম্রুণালকে এর আগেও একসঙ্গে দেখা গেছে চিত্রনাট্যকার কণিকা ঢিলোঁর আয়োজিত একটি পার্টিতে। সেই পার্টি ছিল ধানুষ অভিনীত আসন্ন ছবি ‘তেরে ইশক মে’-কে ঘিরে। সেখানে তোলা ছবিও ভাইরাল হয় এবং নেটিজেনদের ধারণা, এই দুই তারকার সম্পর্ক নিছক বন্ধুতা নয়।

একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্য করেছেন, “হয়তো আমরা এখনও নিশ্চিত নই, কিন্তু কিছু একটা তো নিশ্চয়ই চলছে।”

সব মিলিয়ে বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে আলোচনার কেন্দ্রে এখন ধানুষ ও ম্রুণালের এই ঘনিষ্ঠতা। তাদের সম্পর্কের সত্যতা সময়ই বলে দেবে, তবে ভক্তদের কৌতূহলের যেন শেষ নেই।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version