Home বিনোদন অক্ষয়-প্রিয়াংকা প্রেম, টুইঙ্কেল ছাড়লেন বাড়ি?

অক্ষয়-প্রিয়াংকা প্রেম, টুইঙ্কেল ছাড়লেন বাড়ি?

0

বলিউডের জনপ্রিয় পরিচালক সুনীল দর্শন বহু বছর পর অভিনেতা অক্ষয় কুমার ও অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি তিনি তার আসন্ন সিনেমা ‘আন্দাজ ২’ নিয়ে কথা বলার সময় পুরোনো স্মৃতিচারণায় অক্ষয়-প্রিয়াংকার ব্যক্তিগত সম্পর্কের প্রসঙ্গ টেনে আনেন।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার পরিচালিত ‘বরসাত’ সিনেমার একটি গানের শুটিংয়ে অক্ষয় ও প্রিয়াংকাকে একসঙ্গে কাস্ট করেছিলেন। কিন্তু পরে অক্ষয় নিজেই ব্যক্তিগত সমস্যা উল্লেখ করে শুটিং থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেন।

পরিচালক সুনীল দর্শন বলেন,

“অক্ষয় আমাকে জানিয়েছিলেন, তার ও প্রিয়াংকার মধ্যে কিছু ব্যক্তিগত সমস্যা চলছে। তিনি জানতে চেয়েছিলেন, তাদের দুজনকে একসাথে রেখে সিনেমাটি চালিয়ে যাওয়া সম্ভব কি না। আমি মনে করি, একজন বিবাহিত পুরুষের আরও দায়িত্বশীল হওয়া উচিত। কিন্তু মানুষ মাত্রই ভুল করে।”

তিনি আরও বলেন,

“আমি এই ঘটনার দায় প্রিয়াংকার ওপর চাপাতে চাই না। বরং অক্ষয় একজন ঘনিষ্ঠ বন্ধু হিসেবে আমাকে বিকল্প ভাবার সুযোগ দিয়েছিলেন। সেই বিবেচনায় আমি সিনেমাটি তাকে ছাড়াই শেষ করার সিদ্ধান্ত নিই।”

সুনীল দর্শনের ভাষ্যমতে, এক সময় অক্ষয় কুমার তাকে ১০০টি সিনেমা একসঙ্গে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে মাত্র ৬-৭টি সিনেমার পরেই অক্ষয়ের আচরণে পরিবর্তন আসতে শুরু করে।

তিনি দাবি করেন, ২০০৫ সালের পর থেকে অক্ষয় কুমারের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। এমনকি, অক্ষয় ও প্রিয়াংকার সম্পর্ক ঘিরে গুঞ্জন ছড়ালে অক্ষয়ের স্ত্রী টুইঙ্কেল খান্না কিছুদিনের জন্য ঘর ছেড়ে চলে গিয়েছিলেন বলেও মন্তব্য করেন সুনীল দর্শন।

উল্লেখ্য, অক্ষয় ও প্রিয়াংকার প্রেম নিয়ে বলিউডে বহুদিন ধরেই নানা জল্পনা-কল্পনা চলে আসছে। তবে কেউই কখনো এসব গুঞ্জনের সত্যতা প্রকাশ্যে স্বীকার করেননি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version