Home বিনোদন পুনর্জন্মেও প্রিয়াংকাকে স্ত্রী হিসেবে চান নিক জোনাস

পুনর্জন্মেও প্রিয়াংকাকে স্ত্রী হিসেবে চান নিক জোনাস

0

বিনোদন জগতে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও মার্কিন পপ তারকা নিক জোনাস ‘পাওয়ার কাপল’ হিসেবে খ্যাত। যদিও তাদের বয়সের ব্যবধান নিয়ে বহু বিতর্ক চলে, তাতে তারা কখনো গুরুত্ব দেন না। বরং একে অপরকে সবসময় উৎসাহিত করে চলেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিক জোনাস আবারও স্ত্রীর প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেছেন এবং জানিয়েছেন, পুনর্জন্মেও তিনি প্রিয়াংকাকেই সঙ্গী হিসেবে দেখতে চান। দুজনে পুনর্জন্মের প্রতি বিশ্বাসী বলেও জানিয়েছেন।

নিক জোনাস বলেন, “আমি পুনর্জন্মে বিশ্বাস করি। আমি চাই আগামী জন্মেও স্ত্রীর সঙ্গে থাকতে পারি। এটা আমাকে শান্তি দেয়। এই জন্মে আমাদের সময় ক্ষণস্থায়ী মনে হয়, কিন্তু পরের জন্মেও আরও ভালোবাসা থাকবে ভাবলে ভালো লাগে।”

নিকের এই মন্তব্য ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক প্রশংসা পেয়েছে। অনেকেই বলেন, নিকের মতো একজন সঙ্গী পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। একজন অনুরাগী লিখেছেন, “নিক যেভাবে প্রিয়াংকার কথা বলেন, আমি চাই আমার জন্যও কেউ এমন প্রেমিক হোক।” আরেক নেটিজেন লিখেছেন, “নিক পুনর্জন্মেও প্রিয়াংকাকেই সঙ্গী হিসেবে দেখতে চান, এ থেকে গভীর প্রেম আর কী হতে পারে।”

এর আগে একটি সাক্ষাৎকারে নিক জোনাস প্রিয়াংকাকে ‘সন্ন্যাসিনী’ বলেও অভিহিত করেছেন। তাঁর বক্তব্য, প্রিয়াংকা কখনো খারাপ কিছু করেননি এবং সবার মধ্যে তিনি সেরা। নিক তাঁর কন্যা মালতী মেরির কাছে প্রিয়াংকার প্রতি এমন শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।

নিক জোনাস আরও জানিয়েছেন, প্রিয়াংকার কারণে তিনি ভালো বাবা হতে পেরেছেন। তিনি বলেন, “আমি আমার স্ত্রীর মধ্যে একজন অসাধারণ সঙ্গী পেয়েছি। ওর গুণাবলির জন্যই আমি ভালো বাবা হতে পেরেছি। ওর মতো গুণী মানুষের পাশে থাকা সত্যিই অসাধারণ।”

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version