Home বিনোদন ছোট বোন অর্পিতার জন্মদিনে নতুন রূপে হাজির সালমান খান

ছোট বোন অর্পিতার জন্মদিনে নতুন রূপে হাজির সালমান খান

0
সালমান খান। সংগৃহীত ছবি

বলিউড তারকা সালমান খান সম্প্রতি ছোট বোন অর্পিতা খানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক জমকালো পার্টিতে নতুন লুকে হাজির হয়ে নজর কাড়েন। রোববার রাতে অনুষ্ঠিত এই পার্টিতে খান পরিবারের সদস্যদের পাশাপাশি বলিউডের একাধিক তারকাও উপস্থিত ছিলেন।

জন্মদিন উপলক্ষে আয়োজিত এই পার্টিতে ছিলেন সালমান খানের ভাই সোহেল খান ও আরবাজ খান, আরবাজের গর্ভবতী স্ত্রী শুরা খান, অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল, অভিনেতা ববি দেওল ও তার স্ত্রী তানিয়া, সোনালী বেন্দ্রে, জেনেলিয়া ডিসুজা, সানি লিওন, জিশান সিদ্দিকী-সহ বলিউডের বহু পরিচিত মুখ।

তবে পুরো আয়োজনের কেন্দ্রবিন্দুতে ছিলেন সালমান খান নিজেই। কালো টি-শার্ট, কার্গো প্যান্ট, স্টাইলিশ বেল্ট ও বুট পরে সালমান এক ভিন্ন রূপে ধরা দেন, যা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় আলোচনা। বিশেষ করে তার নতুন হেয়ারস্টাইল ও ফিটনেসে পরিবর্তন স্পষ্ট ছিল। ধারণা করা হচ্ছে, গত কয়েক মাসে শরীরচর্চা ও ডায়েটের মাধ্যমে নিজেকে নতুনভাবে প্রস্তুত করেছেন তিনি।

পার্টিতে জেনেলিয়াও নতুন রূপে নজর কাড়েন, যদিও তার স্বামী অভিনেতা রিতেশ দেশমুখ সেখানে উপস্থিত ছিলেন না। পুরো আয়োজনজুড়ে ছিল আলোকসজ্জা, বিনোদন এবং ফ্যাশনের এক চমৎকার সমন্বয়।

অতিথিরা একে একে আসার পর পাপারাজ্জিদের সামনে পোজ দেন, যা পরে সালমান খানের বিভিন্ন ফ্যান পেজ ও ক্লাবে ছড়িয়ে পড়ে। পারিবারিক ঘরানার এই জমকালো আয়োজনে অর্পিতাকে শুভেচ্ছা জানাতে বলিউড তারকারা একত্রিত হন, যা ছিল এক প্রীতিময় মিলনমেলা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version