Home খেলাধুলা নেদারল্যান্ডস সিরিজ: সব ম্যাচ সিলেটে আয়োজনের পরিকল্পনা বিসিবির

নেদারল্যান্ডস সিরিজ: সব ম্যাচ সিলেটে আয়োজনের পরিকল্পনা বিসিবির

0
ডাচদের বিপক্ষে সিরিজটির এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন সিরিজের সব ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা করছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি, তবে বিষয়টি প্রায় নিশ্চিত বলেই জানিয়েছেন বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

রোববার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফাহিম জানান, এই সিরিজকে কেন্দ্র করে বাংলাদেশ দল আগে ঢাকায় ফিটনেস ক্যাম্পে অংশ নেবে। ৬ আগস্ট থেকে শুরু হবে এই ক্যাম্প, যেখানে খেলোয়াড়দের ফিটনেস যাচাই করা হবে। কোচিং স্টাফরাও ১১ আগস্ট থেকে ঢাকায় আসা শুরু করবেন।

নাজমুল ফাহিম বলেন:

“৬ তারিখে ঢাকায় ক্যাম্প শুরু হবে। ফিটনেস দিয়ে শুরু করবো। এরপর ১১–১৩ তারিখের মধ্যে কোচরা এসে যোগ দেবেন। এরপর সেখান থেকে স্কিল ক্যাম্পটি সিলেটে নিয়ে যাওয়া হবে। সেখানে কিছুদিন অনুশীলনের পর সিরিজটিও সিলেটেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।”

তিনি আরও বলেন, সিলেটের উইকেটটি ব্যাটিং সহায়ক এবং টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য আদর্শ।

“আমরা সেভাবে উইকেট তৈরি করতে পারি না। আমাদের মধ্যে সবচেয়ে ভালো ব্যাটিং উইকেট সম্ভবত সিলেটেই আছে। সেখানে রান হয়— টি-টোয়েন্টি ক্রিকেটে এমন উইকেট দরকার।”

মিরপুরের ধীরগতির ও টার্নিং উইকেট নিয়ে আগে থেকেই রয়েছে সমালোচনা। সর্বশেষ পাকিস্তান সিরিজেও রান তুলতে কষ্ট হয়েছিল ব্যাটারদের। সে তুলনায় সিলেটের উইকেট তুলনামূলক ভালো রানপ্রসবা হওয়ায় টাইগারদের প্রস্তুতির জন্য উপযুক্ত মনে করছে বিসিবি।

এখনও পর্যন্ত ডাচদের বিপক্ষে সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সূত্র বলছে— এশিয়া কাপের আগে এটি হবে বাংলাদেশের শেষ আন্তর্জাতিক সিরিজ, যার মাধ্যমে প্রস্তুতির চূড়ান্ত ধাপ সম্পন্ন করতে চায় টিম ম্যানেজমেন্ট।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version