Home খেলাধুলা রোনালদোকে বিয়ের সম্মতি দিলেন জর্জিনা

রোনালদোকে বিয়ের সম্মতি দিলেন জর্জিনা

0
জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন রোনালদো। সংগৃহীত ছবি

দীর্ঘ আট বছরের সম্পর্কের পর অবশেষে বিয়ের পথে এগোচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। মাদ্রিদে ২০১৬ সালে প্রথম দেখা হওয়ার পর থেকেই দুজন একসঙ্গে আছেন, আর রোনালদোর পেশাগত জীবনের প্রতিটি ধাপে—স্পেন, ইতালি, ইংল্যান্ড হয়ে মধ্যপ্রাচ্য—জর্জিনা ছিলেন তাঁর সঙ্গী। এতদিন ধরে নানা গুঞ্জন থাকলেও আনুষ্ঠানিকভাবে বিয়ের সিদ্ধান্ত হয়নি।

তবে এবার নিজেই প্রেমিকা জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা। সোমবার জর্জিনা ইনস্টাগ্রামে হীরার আংটি পরা একটি ছবি শেয়ার করে বাগদানের খবর নিশ্চিত করেন। ছবির ক্যাপশনে তিনি রোনালদোর প্রস্তাবে সম্মতিসূচক বার্তা লেখেন, যার অর্থ— “হ্যাঁ, আমি রাজি। এই জীবনে এবং আমার সব জীবনে।”

এর আগে একাধিকবার রোনালদো জনসমক্ষে জর্জিনাকে স্ত্রী বা ‘ওয়াইফ’ বলে সম্বোধন করেছিলেন, যা বিয়ের গুঞ্জনকে আরও জোরদার করেছিল। এবার সেই গুঞ্জন বাস্তবে রূপ নিতে চলেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version