Home খেলা এশিয়া কাপে নাও থাকতে পারেন গিল, রাহুল ও যশস্বী

এশিয়া কাপে নাও থাকতে পারেন গিল, রাহুল ও যশস্বী

0
ব্যাটিং অর্ডারের কারণে বাদ পড়তে পারেন এই তিন তারকা। সংগৃহীত ছবি

আগামী এশিয়া কাপকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে ভারত, আর সেই লক্ষ্যেই দলে পরীক্ষা-নিরীক্ষার ঝুঁকি নিতে চাইছেন না প্রধান কোচ গৌতম গম্ভীর। ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, টপ অর্ডারে জায়গা সীমিত থাকায় শুবমান গিল, কেএল রাহুল ও যশস্বী জয়সওয়ালের এশিয়া কাপে খেলার সম্ভাবনা কম। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও দল ঘোষণা হয়নি।

বিসিসিআই সূত্রে জানা গেছে, সাম্প্রতিক টি-টোয়েন্টি ম্যাচগুলোতে ওপেনিংয়ে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন, তিন-চার নম্বরে অধিনায়ক সূর্যকুমার যাদব ও তিলক বর্মা এবং পাঁচে হার্দিক পান্ডিয়া খেলছেন। এই সেট ব্যাটিং লাইনআপে গিল, রাহুল ও যশস্বীর জায়গা পাওয়া কঠিন। বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, “অভিষেক এখন বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার। সঞ্জুর মৌসুম দুর্দান্ত কেটেছে, সূর্য অধিনায়ক এবং তিলকও নিজেকে প্রমাণ করেছে। টপ অর্ডারে জায়গা ভর্তি, তাই সবাইকে খেলানো সম্ভব নয়।”

ভারত এ মাসের ১৯ বা ২০ আগস্ট এশিয়া কাপের দল ঘোষণা করতে পারে। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ফিটনেস রিপোর্ট পাওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। কোচ গম্ভীরের ইচ্ছা, বড় পরিবর্তন না এনে পুরনো স্কোয়াড নিয়েই টুর্নামেন্টে অংশ নেওয়া।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version