ভ্রমণ মানেই এখন শুধু নতুন জায়গা দেখা নয়—নিজের শখ, আবেগ ও প্রযুক্তির সঙ্গে অভিজ্ঞতার মেলবন্ধন। ২০২৫ সালে মানুষ ভ্রমণের অভিজ্ঞতাকে গুরুত্ব দিলেও ২০২৬ সালে সেই ধারণা আরও একধাপ এগিয়ে যাচ্ছে। প্রযুক্তির ছোঁয়া, প্রিয় সিনেমা বা গেমের টান, পরিবারকে সময় দেওয়া—সব মিলিয়ে পর্যটন দুনিয়ায় আসছে নতুন নতুন ট্রেন্ড।
আপনি যদি ঘরোয়া বা আন্তর্জাতিক ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে ২০২৬ সালের এই ট্রেন্ডগুলো মাথায় রাখলে আপনার ভ্রমণ হবে আরও আধুনিক ও অর্থবহ।
ত্বকের যত্ন আর ভ্রমণের মেলবন্ধন
২০২৬ সালে জনপ্রিয় হচ্ছে ‘গ্লোকেশন’—যেখানে ভ্রমণের পাশাপাশি স্কিনকেয়ার ট্রিটমেন্টের সুযোগ থাকবে। দক্ষিণ কোরিয়ার কে-বিউটি কিংবা প্যারিসের রূপচর্চা সংস্কৃতি তরুণদের টানছে। হোটেল বাছাইয়েও গুরুত্ব পাচ্ছে সার্কাডিয়ান লাইটিং, স্বাস্থ্যকর খাবার ও নিরামিষ ডায়েট। ভ্রমণ শেষে শুধু স্মৃতি নয়, সজীব ত্বক নিয়েও ফিরতে চান পর্যটকেরা।
প্রিয় গল্প আর সিনেমার লোকেশনে ভ্রমণ
প্রিয় সিনেমা, ওয়েব সিরিজ বা বইয়ের দৃশ্য বাস্তবে দেখার প্রবণতা বাড়ছে। একে বলা হচ্ছে ‘সেট-জেটিং’। ‘এমিলি ইন প্যারিস’, ‘গেম অব থ্রোনস’ কিংবা হ্যারি পটার সিরিজের লোকেশন এখন পর্যটকদের পছন্দের তালিকায়। একই সঙ্গে জনপ্রিয় হচ্ছে লিটারারি ট্যুরিজম—লন্ডনের শার্লক হোমসের বেকার স্ট্রিট তার বড় উদাহরণ।
গেমাররাই যখন পর্যটক
ভিডিও গেমপ্রেমীদের জন্য ২০২৬ সাল বিশেষ। ‘গ্যামি-ভ্যাকেশন’ ট্রেন্ডে গেমের ভার্চুয়াল জগত বাস্তবে অনুভব করতে যাচ্ছেন পর্যটকেরা। জাপানের সুশিমা আইল্যান্ড কিংবা নরওয়ের পাহাড় এখন গেমারদের নতুন ভ্রমণ গন্তব্য।
পাহাড়ে নির্জনতাই নতুন বিলাস
সমুদ্রসৈকতের ভিড় ও অতিরিক্ত গরম এড়িয়ে মানুষ এখন পাহাড়ের দিকে ঝুঁকছে। ‘আলপাইন এস্কেপ’ ট্রেন্ডে অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের মতো পাহাড়ি অঞ্চলে মাউন্টেন ভিউ হোটেলের চাহিদা বাড়ছে। কম পরিচিত, নিরিবিলি পাহাড়ি এলাকাই হচ্ছে নতুন পছন্দ।
তিন প্রজন্মের একসঙ্গে ভ্রমণ

দাদা-দাদি থেকে নাতি-নাতনি—সবাই মিলে ভ্রমণের প্রবণতা বাড়ছে। পরিবারে বন্ধন দৃঢ় করতে ও বিশেষ মুহূর্ত উদ্যাপন করতে এ ধরনের ট্রিপ জনপ্রিয় হচ্ছে। দুবাই ও গ্রিসের মতো জায়গা, যেখানে সব বয়সের মানুষের বিনোদনের সুযোগ আছে, সেগুলো থাকছে তালিকার শীর্ষে।
এআই হবে আপনার ব্যক্তিগত ট্যুর প্ল্যানার
২০২৬ সালে ভ্রমণ পরিকল্পনায় সবচেয়ে বড় সহায়ক হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বাজেট, পছন্দ ও সময় অনুযায়ী এআই নিজেই সাজিয়ে দেবে ভ্রমণসূচি। তথ্য বলছে, অর্ধেকের বেশি পর্যটক এখন এআইয়ের মাধ্যমে ট্রিপ প্ল্যান করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন।
শেষ কথা
২০২৬ সালের ভ্রমণ মানে কেবল কোথাও যাওয়া নয়—নিজেকে নতুনভাবে আবিষ্কার করা। ত্বকের যত্ন, কল্পনার জগৎ, গেমিং রোমাঞ্চ, প্রকৃতির নির্জনতা কিংবা পরিবারের সঙ্গে সময়—সব মিলিয়ে ভ্রমণ হয়ে উঠছে আরও ব্যক্তিগত ও অর্থবহ।
সিএ/এসএ


