রাজশাহীর বাঘায় আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) আড়ানী এলাকায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় দুই হাজার নেতাকর্মী অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক এবং রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী মো. আবু সাইদ চাঁদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়ানী ইউনিয়ন বিএনপির নেতা মো. আরিফুল ইসলাম বেলাত।
আবু সাইদ চাঁদ বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। শিক্ষকদের পূর্ণাঙ্গ বেতন কাঠামো চালু করা এবং মেয়েদের শিক্ষাবৃত্তি কার্যক্রম তারই অবদান। তার আপসহীন নেতৃত্ব আজ দেশের জন্য অত্যন্ত প্রয়োজন।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ফখরুল হাসান বাবলু, আড়ানী পৌরসভা বিএনপির সভাপতি মহাব্বাত সব্বিল হক, বাঘা উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মনিল, জেলা ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ শামিম সরকার, আড়ানী ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক সাজদার রহমান, সাবেক চেয়ারম্যান প্রভাষক নাসির উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতারা।
এছাড়া বাউসা, মনিগ্রাম ও আশপাশের ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন। মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার জন্য মরহুমা খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করা হয়।
সিএ/এএ


