হঠাৎ করে কোনো পরিচিতজন হোয়াটসঅ্যাপে আর যোগাযোগ করছে না—তখন অনেকেরই মনে হয়, ‘আমাকে কি ব্লক করে দিল?’ সরাসরি জানার কোনো উপায় না থাকলেও কিছু লক্ষণ দেখে ধারণা করা যায়।
১) লাস্ট সিন বা অনলাইন দেখা যাবে না
ব্লক করা হলে ওই ব্যক্তির লাস্ট সিন, অনলাইন স্টেটাস, এমনকি মেসেজ সিন হয়েছে কি না—কিছুই দেখা যায় না। তবে প্রাইভেসি কারণে এসব অফ থাকলেও এমন হতে পারে।
২) প্রোফাইল ছবি না দেখা যাওয়া
আগে প্রোফাইল ছবি দেখা গেলেও হঠাৎ গায়েব হয়ে গেলে এটি ব্লক হওয়ার ইঙ্গিত হতে পারে। যদিও নম্বর সেভ না থাকলেও একই ঘটনা ঘটতে পারে।
৩) মেসেজে শুধু একটি টিক থাকবে
মেসেজ পাঠানোর পর সবসময় একটিই টিক থাকবে। দিন যতই পার হোক, দ্বিতীয় টিক (ডেলিভার্ড) আর আসবে না।
৪) ভয়েস বা ভিডিও কলে রিং না হওয়া
আপনার কল শুধু Calling… দেখাবে, কিন্তু কখনো Ringing-এ যাবে না। অর্থাৎ তার ফোনে কল পৌঁছাবে না।
৫) স্ট্যাটাস দেখতে না পাওয়া
ব্লক করলে তার কোনো স্ট্যাটাসই আর দেখবেন না, একইভাবে আপনিও তার কাছে অদৃশ্য থাকবেন।
৬) গ্রুপে অ্যাড করতে না পারা
যদি দেখায় ‘Couldn’t add. You are not allowed to add this contact’—তবে এটাই সবচেয়ে নিশ্চিত প্রমাণ।
শুধু একটি লক্ষণ দেখে সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। নেটওয়ার্ক সমস্যা বা প্রাইভেসি সেটিংয়ের কারণে একই পরিস্থিতি হতে পারে। তবে একসঙ্গে ৩-৪টি লক্ষণ মিললে ধরে নেওয়া যায়, আপনি ব্লকড।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
সিএ/এমআরএফ


