বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রকে অবশেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে তিনি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর বর্তমানে তার শারীরিক অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল বলে জানা গেছে। এখন থেকে তিনি নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।
ধর্মেন্দ্রর টিম ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, অভিনেতার স্বাস্থ্য এখন অনেকটাই ভালো। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপাতত বিশ্রামে থাকবেন তিনি, এবং প্রয়োজনীয় চিকিৎসা ও যত্ন নেওয়া হবে বাড়িতেই।
অভিনেতার টিম আরও জানায়, তার স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের গুজব বা ভুয়ো তথ্য না ছড়ানোর অনুরোধ জানানো হয়েছে। তারা ভক্ত ও সংবাদমাধ্যমকে ধর্মেন্দ্র ও তার পরিবারের গোপনীয়তা ও মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছেন।
গত ১০ নভেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ধর্মেন্দ্রকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর ভুয়ো খবরও ছড়িয়ে পড়ে, যা পরে পরিবারের পক্ষ থেকে সম্পূর্ণ মিথ্যা বলে নিশ্চিত করা হয়।
এই সময় বলিউডের বহু তারকা ও সহকর্মী হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করেন।
ধর্মেন্দ্র, যিনি ‘হিম্যান অব বলিউড’ নামে পরিচিত, দীর্ঘ ছয় দশকের বেশি সময় ধরে ভারতীয় চলচ্চিত্রে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন। তার অভিনীত জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে শোলে, ধর্ম বীর, চুপকে চুপকে ও সত্যম শিবম সুন্দরম।
সিএ/এমআরএফ


