যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ও মাদক পাচারের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। রবিবার (৭ ডিসেম্বর) ট্রাম্পের বক্তব্যের পর প্রকাশ্যে ক্ষোভ জানিয়ে তিনি এসব অভিযোগকে ভিত্তিহীন ও অপমানজনক বলে উল্লেখ করেন।
এর আগে শনিবার ভোরে মার্কিন সেনারা কারাকাসে অভিযান চালিয়ে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। এই ঘটনার পরদিন রবিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘কলম্বিয়া খুব অসুস্থ এবং এটি পরিচালনা করছেন একজন অসুস্থ মানুষের, যিনি কোকেন তৈরি করে যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন। তিনি বেশি দিন এটা করতে পারবেন না।’ ট্রাম্পের এই মন্তব্য দ্রুতই আন্তর্জাতিক অঙ্গনে প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
ট্রাম্পের বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গুস্তাভো পেত্রো বলেন, ‘আমার বিরুদ্ধে অপবাদ দেওয়া বন্ধ করুন, মিস্টার ট্রাম্প। এমনভাবে লাতিন আমেরিকার প্রেসিডেন্টকে হুমকি দেওয়া যায় না। কারণ এ সরকার জনগণ ও শান্তি আন্দোলনের মধ্য দিয়ে নির্বাচিত হয়েছেন।’
পেত্রো এ অঞ্চলে ট্রাম্প প্রশাসনের সামরিক পদক্ষেপেরও কঠোর সমালোচনা করেন। তিনি ওয়াশিংটনের বিরুদ্ধে ‘আইনি ভিত্তি ছাড়াই’ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করার অভিযোগ তোলেন। একই দিনে এক্সে দেওয়া আরেক পোস্টে তিনি আরও লেখেন, ‘বন্ধুরা বোমা মারে না।’
এদিকে কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্টের হুমকিকে ‘অগ্রহণযোগ্য হস্তক্ষেপ’ বলে অভিহিত করে এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে পারস্পরিক সম্মান প্রদর্শনের আহ্বান জানায়। যদিও কলম্বিয়া ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে এই অঞ্চলে গুরুত্বপূর্ণ সামরিক ও অর্থনৈতিক মিত্র হিসেবে পরিচিত, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে দুই দেশের সম্পর্ক ক্রমেই টানাপোড়েনের মুখে পড়ছে।
সিএ/এএ


