আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। তার আগে রবিবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে খেলোয়াড় নিলাম, যেখানে দেশের এবং বিদেশি ক্রিকেটাররা বিভিন্ন দলের সঙ্গে যুক্ত হয়েছেন।
দেশি ক্রিকেটারদের মধ্যে নাঈম শেখ সবচেয়ে বেশি দামের (১ কোটি ১০ লাখ টাকা) মধ্যে চট্টগ্রামকে নির্বাচিত হন। এছাড়া লিটন দাস ৭০ লাখে রংপুর, শরিফুল ইসলাম ৪৪ লাখে চট্টগ্রাম, তাওহীদ হৃদয় ৯২ লাখে রংপুর, শামীম পাটোয়ারি ৫৬ লাখে ঢাকা, তানজিম সাকিব ৬৫ লাখে রাজশাহী, পারভেজ ইমন ৩৫ লাখে সিলেট এবং সাইফউদ্দিন ৬৮ লাখে ঢাকার হয়ে খেলবেন।
এর বাইরে খালেদ আহমেদ ৪৭ লাখে সিলেট, ইয়াসির আলী ৪৪ লাখে রাজশাহী, মাহিদুল অঙ্কন ৩৫ লাখে নোয়াখালী, জাকের আলী ৩৫ লাখে নোয়াখালী, আফিফ হোসেন ২২ লাখে সিলেট, আবু হায়দার রনি ২২ লাখে চট্টগ্রাম, এবাদত হোসেন ২২ লাখে সিলেট এবং মাহমুদুল হাসান জয় ৩৭ লাখে চট্টগ্রামে খেলবেন। এছাড়া মোহাম্মদ মিঠুন ৫২ লাখে ঢাকা, নাহিদ রানা ৫৬ লাখে রংপুর, রাকিবুল হাসান ৪২ লাখে রংপুর, রনি তালুকদার ২২ লাখে সিলেট, তাইজুল ইসলাম ৩০ লাখে ঢাকা, আকবর আলী ৩৪ লাখে রাজশাহী, মাহফিজুল রবিন ২২ লাখে চট্টগ্রাম, সাব্বির রহমান ২৮ লাখে ঢাকা, জাকির হাসান ২২ লাখে সিলেট, রিপন মণ্ডল ২৫ লাখে রাজশাহী, আলিস ইসলাম ২৮ লাখে রংপুর এবং হাবিবুর রহমান সোহান ৫০ লাখে নোয়াখালী দলের হয়ে খেলবেন।
অন্যদের মধ্যে জিসান আলম ১৮ লাখে রাজশাহী, মৃত্যুঞ্জয় চৌধুরী ১৮ লাখে রংপুর, নাঈম হাসান ১৮ লাখে রংপুর, নাজমুল ইসলাম অপু ১৮ লাখে নোয়াখালী, রেজাউর রহমান রাজা ১৮ লাখে নোয়াখালী, সুমন খান ৩২ লাখে চট্টগ্রাম, জিয়াউর রহমান ৩০ লাখে চট্টগ্রাম, হাসান মুরাদ ১৮ লাখে রাজশাহী, রুয়েল মিয়াঁ ২২ লাখে সিলেট, আবু হাসিম ১৮ লাখে নোয়াখালী, তোফায়েল আহমেদ ১৮ লাখে ঢাকা, নাসির হোসেন ১৮ লাখে ঢাকা, কামরুল ইসলাম রাব্বি ১৮ লাখে রংপুর এবং আরাফাত সানি ১৮ লাখে চট্টগ্রামের হয়ে খেলবেন।
তালিকায় আরও আছেন, আব্দুল গাফফার সাকলাইন ৪৪ লাখে রাজশাহী, এসএম মেহরব ৩৯ লাখে রাজশাহী, মুশফিক হাসান ১৮ লাখে নোয়াখালী, ইরফান সুক্কুর ১৮ লাখে ঢাকা, শাহাদাত হোসেন দিপু ১৮ লাখে নোয়াখালী, আরিফুল ইসলাম ২৬ লাখে সিলেট, মুকিদুল ইসলাম মুগ্ধ ৩৩ লাখে চট্টগ্রাম, মেহেদী হাসান রানা ১৪ লাখে নোয়াখালী, সৈকত আলী ১৪ লাখে নোয়াখালী, রবিউল হক রবি ১৮ লাখে রাজশাহী, শহিদুল ইসলাম ১৪ লাখে সিলেট, শুভাগত হোম ১৪ লাখে চট্টগ্রাম, আব্দুল্লাহ আল মামুন ১৪ লাখে ঢাকা, মারুফ মৃধা ১৪ লাখে ঢাকা, রাহাতুল ফেরদৌস জাভেদ ১৪ লাখে সিলেট, সালমান হোসেন ১৪ লাখে চট্টগ্রাম, সাব্বির হোসেন ১৪ লাখে নোয়াখালী, ওয়াসি সিদ্দিকি ১৯ লাখে রাজশাহী, ইফতেখার ইফতি ১৪ লাখে রংপুর, তৌফিক খান তুসার ১৪ লাখে সিলেট, আব্দুল হালিম ১৪ লাখে রংপুর, মেহেদী হাসান সোহাগ ১১ লাখে রংপুর, শাকিন শুভ্র ১১ লাখে রাজশাহী, জাহিদউজ্জামান খান ১১ লাখে চট্টগ্রাম, মাহমুদউল্লাহ রিয়াদ ৩৫ লাখে রংপুর, মুশফিকুর রহিম ৩৫ লাখে রাজশাহী, মইনুল হক ১১ লাখে ঢাকা, মুমিনুল হক ২২ লাখে সিলেট এবং মোহাম্মদ রুবেল ১১ লাখে রাজশাহী।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে নিরোশান ডিকওয়েলা ৩৫ হাজার ডলারে চট্টগ্রাম, অ্যাঞ্জেল ম্যাথিউস ৩৫ হাজার ডলারে সিলেট, দাসুন শানাকা ৫৫ হাজার ডলারে ঢাকা, দুশান হেমন্ত ২৫ হাজার ডলারে রাজশাহী, অ্যারন জোন্স ২০ হাজার ডলারে সিলেট, ইহসানউল্লাহ ২৮ হাজার ডলারে নোয়াখালী, জুবাইদুল্লাহ আকবরি ২০ হাজার ডলারে ঢাকা, লক্ষণ সান্দাকান ২০ হাজার ডলারে চট্টগ্রাম, হায়দার আলী ২০ হাজার ডলারে নোয়াখালী, জাহান্দাদ খান ২০ হাজার ডলারে রাজশাহী, এমিলো গে ২০ হাজার ডলারে রংপুর এবং মোহাম্মদ আখলাক ১০ হাজার ডলারে রংপুর দল পেতে সক্ষম হয়েছেন।
সিএ/ইরি


