আফ্রিকা কাপ অব নেশনসে নিজেদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দিলেও অপরাজিত যাত্রা অব্যাহত রেখেছে মিসর। গ্রুপ ‘বি’র শেষ ম্যাচে তারা অ্যাঙ্গোলার সঙ্গে গোলশূন্য ড্র করে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে।
ম্যাচের আগেই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হওয়ায় মিসর আগের ম্যাচের একাদশ থেকে পুরো ১১ জন খেলোয়াড় পরিবর্তন করেছে। এ কারণে মোহাম্মদ সালাহ ও ওমর মারমুশের মতো তারকা খেলোয়াড়রা 이날 বিশ্রামে ছিলেন।
তবু রক্ষণে দৃঢ়তা দেখিয়ে প্রতিপক্ষকে আটকে রাখে উত্তর আফ্রিকার শক্তিশালী দলটি। খেলোয়াড়দের সমন্বিত কৌশল এবং রক্ষণভিত্তিক খেলা তাদের অপরাজিত রাখা সহায়তা করেছে।
ড্রয়ের ফলে অ্যাঙ্গোলা গ্রুপে তৃতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছে। শেষ ষোলোতে উঠার জন্য তাদের অপেক্ষা করতে হবে অন্য গ্রুপের ফলাফলের ওপর। মাত্র দুই পয়েন্ট নিয়ে অ্যাঙ্গোলার ভাগ্য নির্ধারিত হবে গ্রুপ ‘এ’-তে কমোরোস ও জাম্বিয়ার পরাজয়ের এবং গ্রুপ ‘সি’-তে তানজানিয়া ও উগান্ডার হারের ওপর। তবেই তারা সেরা তৃতীয়-স্থানপ্রাপ্ত দল হিসেবে নকআউটে যাওয়ার সুযোগ পেতে পারবে।
সিএ/এএ


