বাজারে বড় ডিসপ্লের স্মার্টফোনের চাহিদা থাকলেও এক হাতে সহজে ব্যবহারযোগ্য ছোট ফোনের প্রতি ব্যবহারকারীদের আকর্ষণ ক্রমেই বাড়ছে। সেই ব্যবহারকারীদের জন্য অপো (OPPO) আনছে তাদের প্রথম কমপ্যাক্ট স্মার্টফোন রেনো ১৫ মিনি (OPPO Reno 15 Mini)। আকারে ছোট হলেও পারফরম্যান্স, ডিজাইন ও ক্যামেরার দিক থেকে এটি ফ্ল্যাগশিপ ফোনের অভিজ্ঞতা দেবে।
ফোনটিতে থাকবে ৬.৩২ ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লে, যা এক হাতে সহজে ব্যবহার করা যাবে। বর্তমানে অধিকাংশ অ্যান্ড্রয়েড ফোন ৬.৭ ইঞ্চি বা বড় স্ক্রিনে আসে, তাই ছোট স্ক্রিনপ্রেমী ব্যবহারকারীদের জন্য এটি নিখুঁত বিকল্প।
Reno ১৫ সিরিজের তিনটি মডেল লঞ্চ হতে পারে ডিসেম্বর মাসে ভারতে — Reno 15, Reno 15 Pro এবং Reno 15 Mini। যদিও অফিসিয়াল লঞ্চ তারিখ এখনও ঘোষণা করা হয়নি, প্রতি ছয় মাস অন্তর নতুন সিরিজের আপডেট আসার কারণে ডিসেম্বর লঞ্চের সম্ভাবনা জোরালো।
ডিজাইনের দিক থেকে Reno 15 Mini-তে থাকবে প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি ও স্টাইলিশ লুক। ফোনটির মেটাল ফ্রেম শক্তপোক্ত এবং প্রিমিয়াম ফিনিশ নিশ্চিত করবে। IP68 ও IP69 রেটিং থাকার কারণে ফোনটি ধুলা ও পানির প্রতিরোধী।
ক্যামেরার ক্ষেত্রে Reno 15 Mini-তে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ — ২০০ মেগাপিক্সেল Samsung ISOCELL HP5 সেন্সর, ৫০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স এবং ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। সামনে থাকবে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যা দিন বা রাত যেকোনো সময় অসাধারণ ছবি তুলবে।
পারফরম্যান্সের জন্য ফোনটিতে থাকবে MediaTek Dimensity 8450 চিপসেট। এটি দ্রুত পারফরম্যান্স প্রদান করবে এবং গেমিং বা মাল্টিটাস্কিংয়ের সময় অতিরিক্ত তাপমাত্রা সৃষ্টি করবে না।
ছোট আকারে হলেও OPPO Reno 15 Mini একটি পূর্ণাঙ্গ ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা দেবে — প্রিমিয়াম বিল্ড, শক্তিশালী পারফরম্যান্স এবং চমৎকার ক্যামেরা সহ। যারা পকেট-ফ্রেন্ডলি, এক হাতে ব্যবহারযোগ্য ফোন খুঁজছেন, তাদের জন্য এটি উপযুক্ত বিকল্প হতে পারে।
সিএ/এমআরএফ


