কালিমা শাহাদাত ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম প্রধান ভিত্তি। কালিমা শব্দের অর্থ বাণী বা বাক্য এবং শাহাদাত অর্থ সাক্ষ্য প্রদান। অর্থাৎ কালিমা শাহাদাতের অর্থ হলো সাক্ষ্য প্রদানের বাণী। এই কালিমাই ইমানের মূল ভিত্তি, যার মাধ্যমে একজন মুমিন তার বিশ্বাসের সুস্পষ্ট ঘোষণা দেয়।
ইসলামে প্রবেশের প্রথম শর্ত হলো কালিমা শাহাদাত পাঠ করা ও অন্তর থেকে তা বিশ্বাস করা। এর প্রথম অংশে আল্লাহর একত্ববাদের সাক্ষ্য এবং দ্বিতীয় অংশে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর নবুওয়াতের সাক্ষ্য প্রদান করা হয়। এই কালিমার মাধ্যমে একজন মুসলমান সব ধরনের কুফর, শিরক ও ভ্রান্ত বিশ্বাস থেকে মুক্ত থাকার অঙ্গীকার করে।
কালিমা শাহাদাত আরবি
اشْهَدُ انْ لّآ اِلهَ اِلَّا اللّهُ وَحْدَه لَا شَرِيْكَ لَه، وَ اَشْهَدُ اَنَّ مُحَمَّدً اعَبْدُهوَرَسُولُه
কালিমা শাহাদাতের বাংলা উচ্চারণ
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াহদাহু লা শারিকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু।
কালিমা শাহাদাতের বাংলা অনুবাদ
আমি সাক্ষ্য দিচ্ছি যে, এক আল্লাহ ব্যতীত আর কেউ ইবাদতের উপযুক্ত না। তিনি এক ও একক—তাঁর কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই মুহাম্মদ (সা.) আল্লাহর বান্দা ও রাসুল।
কালিমা শাহাদাতের শিক্ষা
কালিমা শাহাদাত একজন মুমিনকে আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও আনুগত্যের শিক্ষা দেয়। এটি মানুষকে চিন্তা ও কাজে পবিত্র থাকার দিকে আহ্বান জানায়। একই সঙ্গে সত্যবাদিতা ও সত্য সাক্ষ্যদানের মাধ্যমে ইমানদার জীবন গঠনের পথ দেখায়।
কালিমা শাহাদাত আমাদের তিনটি বিশেষ গুণের শিক্ষা দেয়। প্রথমত, আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি নিঃশর্ত ভালোবাসা ও আনুগত্য। দ্বিতীয়ত, আল্লাহ ও তাঁর রাসুল পরম পবিত্র—তাঁদের সান্নিধ্য পেতে হলে মুমিনকে চিন্তা ও কাজে পবিত্র হতে হয়। তৃতীয়ত, মুমিন কখনো মিথ্যা বলতে পারে না; সত্য সাক্ষ্যদানের মাধ্যমেই ইমানের সূচনা হয় এবং সারাজীবন সেই সত্য আঁকড়ে ধরে রাখাই তার কর্তব্য।
কালিমা শাহাদাতের ফজিলত
অসংখ্য হাদিসে কালিমা শাহাদাতের গুরুত্ব ও ফজিলত বর্ণিত হয়েছে। নিয়মিত এই কালিমা পাঠ করলে পরকালে মুক্তির আশা করা যায়। হাদিসে এসেছে, কেউ যদি উত্তম ও পূর্ণাঙ্গ রূপে অজু করার পর পাঠ করে—‘আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াহদাহু লা শারিকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু।’ তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয়। সে ইচ্ছা করলে এর যেকোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে।
সিএ/এসএ


