নিম্ন রক্তচাপ বা হাইপোটেনশ হলে মাথা ঘোরা, ক্লান্তি এবং অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। গুরুতর ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে প্রাথমিক অবস্থায় কিছু ঘরোয়া প্রতিকার কার্যকর।
খাবারে লবণ যোগ করুন:
সীমিত পরিমাণে লবণ রক্তচাপ বাড়াতে সাহায্য করে। তবে গুরুত্বপূর্ণ পরিবর্তন করার আগে চিকিৎসকের পরামর্শ জরুরি।
পানি এবং ইলেক্ট্রোলাইট সমৃদ্ধ পানীয় পান করুন:
পর্যাপ্ত তরল গ্রহণ স্বল্প রক্তচাপ কমাতে সহায়ক।
এক কাপ কফি বা চা:
রক্তচাপ সাময়িকভাবে বাড়াতে সাহায্য করে, তবে অতিরিক্ত না পান করা ভালো।
যোগব্যায়াম ও শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম:
রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক।
বিটরুটের রস:
নাইট্রেট সমৃদ্ধ হওয়ায় রক্তনালী প্রসারিত করতে সাহায্য করে। কিডনির সমস্যা থাকলে সতর্কতা প্রয়োজন।
তুলসী চা:
রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক।
অ্যারোমাথেরাপি:
রোজমেরি এসেনশিয়াল অয়েল ব্যবহার করা যেতে পারে।
নিয়মিত হালকা ব্যায়াম:
হাঁটা, সাঁতার বা সাইকেল চালানো রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক।
ঘন ঘন অল্প পরিমাণে খাবার খাওয়া:
রক্তচাপের আকস্মিক হ্রাস রোধ করে।
সঠিক ঘুম নিশ্চিত করুন:
পর্যাপ্ত ও মানসম্পন্ন ঘুম স্বল্প রক্তচাপ কমাতে গুরুত্বপূর্ণ।
সিএ/এমআর


