অনেকেরই সকালে টয়লেটে সময় বেশি লাগে। এর একটি প্রধান কারণ হলো কোষ্ঠকাঠিন্য। যারা নিয়মিত এই সমস্যায় ভুগছেন, তাদের জন্য খাবারের অভ্যাস গুরুত্বপূর্ণ।
খাবারের সময় ঠিক রাখা:
খাবারের সময় ঠিকমতো না হলে পেটে গ্যাস জমে এবং হজম সমস্যা তৈরি হয়। সময়মতো খাবার খাওয়াই সবচেয়ে কার্যকর।
খাবার গিলে ফেলা ও তাড়াহুড়া:
খাবার ঠিকমতো না চিবিয়ে বা তাড়াহুড়া করে খেলে হজম ঠিকভাবে হয় না, যা কোষ্ঠকাঠিন্য বাড়ায়।
প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা:
ইনস্ট্যান্ট নুডলস, সসেজ, নাগেটসের মতো প্রক্রিয়াজাত খাবার পেটে সমস্যা তৈরি করে। ঘরে তৈরি স্বাস্থ্যকর খাবার বেশি উপকারী।
অতিরিক্ত মদ্যপান ও পানি কম খাওয়া:
অতিরিক্ত মদ্যপান কোষ্ঠকাঠিন্য বাড়ায়। কম পানি পান করাও প্রধান কারণ। বেশি পানি খেলে সমস্যা অনেকাংশে কমানো সম্ভব।
শুদ্ধ খাবার অভ্যাস, যথাযথ পানি পান এবং প্রক্রিয়াজাত খাবার পরিহার করলে কোষ্ঠকাঠিন্য সহজেই নিয়ন্ত্রণে রাখা যায়।
সিএ/এমআর


