বলিউডে দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ফারহান আখতারের বহুল প্রতীক্ষিত ছবি ‘ডন ৩’। সিনেমাটিকে ঘিরে একের পর এক নতুন খবর উঠে আসছে। তবে প্রত্যাশার পাশাপাশি জল্পনাও কম নয়।
এবার সেই তালিকায় যুক্ত হলো আরও এক চমকপ্রদ তথ্য—ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। এর আগে ‘ডন ৩’ নিয়ে প্রথমে শোনা যায় রণবীর সিং সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন। পরে কিয়ারা আদভানির নামও বাদ পড়ার খবর আসে। এবার জানা গেল, বিক্রান্ত ম্যাসিও আর এই প্রজেক্টের সঙ্গে যুক্ত নেই।
হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিক্রান্ত ম্যাসির জন্য যে গুরুত্বপূর্ণ চরিত্রটি ভাবা হয়েছিল, সেই ভূমিকায় এখন অভিনেতা রজত বেদিকে বিবেচনা করছেন পরিচালক ফারহান আখতার। জানা গেছে, এই চরিত্রটি ঘিরে ইতিমধ্যেই রজত বেদির সঙ্গে প্রাথমিক আলোচনা সেরেছেন ফারহান।
উল্লেখ্য, গত বছর শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর মাধ্যমে পর্দায় প্রত্যাবর্তন করেন রজত বেদি। ৫১ বছর বয়সী এই অভিনেতা দীর্ঘদিন পর আবারও বড় প্রজেক্টে যুক্ত হতে চলেছেন বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির অন্দরের মানুষ।
তবে এখনো পর্যন্ত ‘ডন ৩’-এর কাস্টিং নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। নির্মাতাদের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে নীরবতা বজায় রাখা হয়েছে। তবু সব অনিশ্চয়তার মধ্যেও ছবিটি নিয়ে ভক্তদের আগ্রহ ও উত্তেজনা তুঙ্গে।
প্রসঙ্গত, ২০০৬ সালে ফারহান আখতারের পরিচালনায় ‘ডন: দ্য চেজ বিগিনস এগেইন’ ছবিতে ডনের ভূমিকায় দুর্দান্ত প্রভাব ফেলেছিলেন শাহরুখ খান। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডন ২: দ্য কিং ইজ ব্যাক’- দিয়েও বক্স অফিস ও দর্শক—দু’পক্ষকেই মুগ্ধ করেন তিনি। সেই আইকনিক ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে তাই প্রত্যাশার পারদ চড়তেই থাকে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
সিএ/এএ


