Home বিনোদন সন্তানকে ‘জঙ্গি’ বলে কটাক্ষ: নীরব থাকলেন না অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য

সন্তানকে ‘জঙ্গি’ বলে কটাক্ষ: নীরব থাকলেন না অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য

0

ধর্মীয় সহিষ্ণুতার প্রশ্নে বারবার আলোচনায় আসা ভারতের টেলিভিশন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য এবার চরম কটাক্ষের শিকার হয়েছেন সন্তানকে নিয়েও। মুসলিম স্বামী শাহনওয়াজ শেখকে বিয়ের পর থেকেই নানা বিতর্কে জড়াতে হয় তাকে। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পারিবারিক ছবিতে কুরুচিপূর্ণ মন্তব্যের মুখোমুখি হলেন তার নবজাতক সন্তান।

সম্প্রতি দেবলীনা ইনস্টাগ্রামে স্বামী ও সন্তানের সঙ্গে তোলা কিছু পারিবারিক ছবি শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, “ছোট পরিবার, সুখী পরিবার।” কিন্তু পোস্টটি মুহূর্তেই বিতর্কে রূপ নেয়। কিছু ব্যবহারকারী অভিনেত্রীর সন্তানের গায়ের রং নিয়ে আক্রমণ করে বসেন। কেউ লেখেন, “দেবলীনা এত ফর্সা, তার সন্তান এত কালো কেন?” কেউ আবার লেখেন, “এই বাচ্চা দেখতে বেমানান।” এমনকি, একাংশ কটাক্ষ করে শিশুটিকে “খুদে জঙ্গি” বলেও আখ্যা দেয়।

তবে অভিনেত্রী দেবলীনা এসব মন্তব্যের জবাবে স্পষ্ট ভাষায় জানান,
“আপনারা কী ভেবেছিলেন—সন্তান কার মতো হবে? আপনাদের দেখতে কি প্রতিবেশীদের মতো?”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন,
“আমার সন্তান সম্পর্কে কটু কথা বললে ছাড়ব না।”

দেবলীনা ভট্টাচার্য ২০২২ সালের শেষদিকে ইসলাম ধর্মাবলম্বী শাহনওয়াজ শেখকে বিয়ে করে আলোচনায় আসেন। সেই সময় থেকেই তার ব্যক্তিগত জীবন ধর্মীয় পরিচয় ও সামাজিক পরিচয়ের দ্বন্দ্বে নানা ট্রলের মুখে পড়ে।

এই ঘটনাটি ভারতের তারকাবহুল বিনোদন জগতের পাশাপাশি সামাজিক সহনশীলতা ও ঘৃণার বিরুদ্ধে দাঁড়ানোর একটি জরুরি প্রেক্ষাপটও সামনে এনেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version