Home বিনোদন মাত্র ১৯ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ব্রিটিশ তরুণ অভিনেত্রী রোসা...

মাত্র ১৯ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ব্রিটিশ তরুণ অভিনেত্রী রোসা টেইলর

0

যুক্তরাজ্যের তরুণ অভিনেত্রী রোসা টেইলর (১৯) সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। একটি শিশুতোষ থিয়েটার শোতে অংশ নিতে যাওয়ার পথে লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান এই উদীয়মান শিল্পী।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (২৪ জুলাই) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে, ইংল্যান্ডের উইল্টশায়ার কাউন্টির একটি সড়কে। রোসা হুন্দাই আই১০ গাড়িতে ছিলেন, যা স্কানিয়া টিপার এইচজিভি’র সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেই দিন তিনি কর্শাম লাইব্রেরিতে একটি শিশুদের জন্য নাট্যশোতে পারফর্ম করতে যাচ্ছিলেন।

রোসা টেইলরের পরিবার তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। তার বাবা গ্যারেথ টেইলর বলেন,
“রোসা ছিল প্রাণবন্ত, মেধাবী ও সবার প্রিয়। তার ভবিষ্যৎ উজ্জ্বল ছিল, অথচ সে খুব অল্প বয়সেই আমাদের ছেড়ে চলে গেল।”

ল্যাঙ্কাশায়ারের আপহোল্যান্ডে বসবাসরত রোসা থিয়েটার এবং সংগীতনাট্যে ছিলেন দারুণ দক্ষ। তিনি স্কেলমারসডেলের আর্টজ সেন্টারে নিয়মিত পারফর্ম করতেন। পড়াশোনা করেছেন লিভারপুল ইনস্টিটিউট ফর পারফর্মিং আর্টস (LIPA)-এর সিক্সথ ফর্ম কলেজে। চলতি বছরই তিনি সুযোগ পেয়েছিলেন লন্ডনের প্রখ্যাত Trinity Laban Conservatoire of Music and Dance-এ পড়াশোনার জন্য, যেখানে সেপ্টেম্বর থেকে ক্লাস শুরুর কথা ছিল।

অভিনয়ের পাশাপাশি শিশুদের বিনোদনে তার দারুণ আগ্রহ ছিল। তিনি শিশুদের জন্মদিনে জনপ্রিয় চরিত্রের ছদ্মবেশে অভিনয় করতেন— যেমন অ্যারিয়ানা গ্রান্দে, প্রিন্সেস জেসমিন বা বেল। রোসা সর্বশেষ ‘SCRUMPTIOUS’ নামের একটি থিয়েটার প্রযোজনায় প্রধান চরিত্রে অভিনয় করছিলেন, যা আয়োজিত হয়েছিল বেগারস বিলিফ কালেকটিভ-এর উদ্যোগে। সেই দিনই তিনি কর্শামে সেই প্রযোজনার একটি শোতে অংশ নিতে যাচ্ছিলেন।

রোসার সহকর্মীরা তাকে স্মরণ করছেন এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে। তারা বলছেন, “রোসা ছিল এমন একজন মানুষ, যার প্রতিভা যেমন সহজাত ছিল, তেমনি হৃদয়ও ছিল উদার।”

তরুণ এই প্রতিভাবান শিল্পীর মৃত্যুতে ব্রিটেনের থিয়েটার অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version