Home বিনোদন বাহুবলী’র বিতর্কিত দৃশ্য নিয়ে মুখ খুললেন তামান্না

বাহুবলী’র বিতর্কিত দৃশ্য নিয়ে মুখ খুললেন তামান্না

0
তামান্না ভাটিয়া ও প্রভাস। সংগৃহীত ছবি

বহুল আলোচিত ও সমালোচিত ‘বাহুবলী’ সিনেমার এক দৃশ্য নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। যেখানে যুদ্ধরত অবস্থায় নায়িকার পোশাক খসে পড়ে, এবং পুরুষ চরিত্র তাকে সাজিয়ে দেন— এমন চিত্রকে ঘিরে দর্শকের একাংশ সমালোচনায় মুখর হয়েছিল। অনেকে এ দৃশ্যকে ‘ধর্ষণের উপস্থাপন’ বলেও উল্লেখ করেন। এবার সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী তামান্না ভাটিয়া।

সিনেমায় বাহুবলীর বিপরীতে অবন্তিকা চরিত্রে অভিনয় করেন তামান্না। এক সময়ের ভাইরাল হয়ে যাওয়া দৃশ্যটি নিয়ে সম্প্রতি তিনি বলেন, “আমি দৃশ্যটিকে কোনোভাবেই যৌন হেনস্তা বা ধর্ষণ হিসেবে দেখি না। এটি ছিল একজন নারীর নিজেকে নতুন করে আবিষ্কারের গল্প।”

তামান্না বলেন, “যদি কেউ মনে করেন শরীর, যৌনতা এসব খারাপ বিষয়— সেটা তাদের দৃষ্টিভঙ্গি। একজন শিল্পী হিসেবে আমি মনে করি, পরিচালক এসএস রাজামৌলি এই দৃশ্যের মাধ্যমে অবন্তিকার গভীর মানসিক অবস্থা ও ভেতরের পরিবর্তনের গল্প বলার চেষ্টা করেছেন।”

তিনি আরও বলেন, “অবন্তিকা একজন আহত, প্রেমবঞ্চিত নারী। যে নিজেকে সব কিছু থেকে গুটিয়ে রেখেছে। বাহুবলীর মাধ্যমে সে নিজেকে নতুনভাবে দেখতে শেখে— এটি তার নিজের মধ্যেই এক রূপান্তর।”

তামান্না স্পষ্ট জানিয়ে দেন, মানুষের চিন্তাধারার দায় তিনি নেবেন না। বরং একজন সৃজনশীল শিল্পী হিসেবে তিনি দৃশ্যটিকে শিল্পসম্মত বলেই মনে করেন।

উল্লেখ্য, তামান্নাকে শিগগিরই দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে নতুন একটি ছবিতে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version