Home বাংলাদেশ সিরাজগঞ্জে গরু চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জে গরু চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা

0

সিরাজগঞ্জের সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী এলাকায় গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় জনতা। রবিবার (৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, বগুড়ার সারিয়াকান্দি থেকে গরু চুরি করে যমুনা নদী পাড়ি দিয়ে সিরাজগঞ্জে আনার সময় গ্রামবাসী সন্দেহভাজন দুই ব্যক্তিকে ধরে ফেলেন। এরপর উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনকে মৃত এবং অন্যজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। আহত ব্যক্তিকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন ওসি আহসানুজ্জামান।

এদিকে সিরাজগঞ্জ নৌ-পুলিশের ওসি রফিকুল ইসলামও ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ দুটি বর্তমানে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version