Home বাংলাদেশ ৭২ ঘণ্টার মধ্যে ডুবে যেতে পারে দেশের ২০ জেলা

৭২ ঘণ্টার মধ্যে ডুবে যেতে পারে দেশের ২০ জেলা

0

আগামী ২৪ ঘণ্টায় দেশের ৫ থেকে ১০টি জেলা এবং ৭২ ঘণ্টার মধ্যে ১৫ থেকে ২০টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, খুলনা ও বরিশাল বিভাগে এ মৌসুমে ঐতিহাসিক গড়ের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। ফলে খুলনা বিভাগের নদ-নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। পদ্মা নদী ও এর শাখা-উপনদীগুলোর পানি প্রবাহে রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জেলা বন্যায় প্লাবিত হতে পারে।

তিনি বলেন, বৃহস্পতিবার থেকে রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধার অনেক এলাকা ইতিমধ্যেই বন্যার ঝুঁকিতে আছে।

পলাশের আশঙ্কা, আগামী রোববার থেকে রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ১৫–২০টি জেলা প্লাবিত হতে পারে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version