Home জাতীয় তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর, খোলা সব জলকপাট

তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর, খোলা সব জলকপাট

0

ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বেড়েছে। আজ বুধবার সকাল ৯টায় দোয়ানী পয়েন্টে পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়, ফলে তিস্তাপারের পাঁচ সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, বিপৎসীমা ৫২.১৫ মিটার হলেও সকাল ৯টায় পানি প্রবাহিত হচ্ছিল ৫২.২০ মিটার উচ্চতায়। তিন ঘণ্টার ব্যবধানে পানি ২ সেন্টিমিটার কমলেও নীলফামারীর ডিমলা উপজেলার ১৫টি গ্রাম ও চরাঞ্চল প্লাবিত হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা জানান, পানি বৃদ্ধিতে শত শত পরিবারের বাড়িঘরে পানি ঢুকেছে, আবাদি জমি তলিয়ে গেছে এবং চ্যানেল বন্ধে স্বেচ্ছাশ্রমে কাজ চলছে।

পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যারাজের সব ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে এবং অবস্থা স্বাভাবিক আছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version