Home জাতীয় ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

0

বাংলাদেশ আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এক যৌথ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। ড. ইউনূস বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সে অনুযায়ী প্রস্তুতি চলছে।

বৈঠক শেষে মালয়েশিয়ান বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দেশের বিনিয়োগ পরিবেশ স্থিতিশীল ও ব্যবসাবান্ধব, যেখানে সম্ভাবনা অপার।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি জানান, এটি বাংলাদেশের জন্য একটি বড় মানবিক ও রাজনৈতিক সংকট এবং এর সমাধানে আঞ্চলিক সংগঠন আসিয়ানের সহযোগিতা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, আসিয়ান এই সমস্যার টেকসই সমাধানে ভূমিকা রাখবে।

এর আগে পুত্রাযায়ায় অনুষ্ঠিত আনুষ্ঠানিক বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, শ্রমবাজার, জ্বালানি, বিদ্যুৎ ও রোহিঙ্গা সংকট নিয়ে সহযোগিতাসহ পাঁচটি সমঝোতা স্মারক সই হয়। এছাড়া তিনটি নোট অব এক্সচেঞ্জও সই হয়।

এটি ছিল প্রধান উপদেষ্টার তিন দিনের মালয়েশিয়া সফরের প্রথম দিনের কর্মসূচি। সফরের বাকি সময় তিনি মালয়েশিয়ার ব্যবসায়ী প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশি এবং নীতিনির্ধারকদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version