Home জাতীয় চানখারপুলে ৬ হত্যা: ৮ আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ

চানখারপুলে ৬ হত্যা: ৮ আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ

0
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্ট আন্দোলনের সময় রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাসসহ ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আজ (মঙ্গলবার, ১২ আগস্ট) দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ চলছে।

এর আগে সোমবার প্রথম দিনের শুনানিতে শহীদ আনাসের বাবা আদালতে সাক্ষ্য দেন। আজ হাজির করা হয়েছে শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ এবং কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুলকে। মামলার বাকি চার আসামি—সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ—এখনো পলাতক।

গত ২১ এপ্রিল মামলাটিতে আটজনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। পরে ১৪ জুলাই আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।

এদিকে, আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশে হত্যার ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ চার আসামিকে এবং সাভারে ইয়ামিন হত্যা মামলায় নায়েক সোহেল, জাকির হোসেন ওরফে মামা জাকিরসহ পাঁচ আসামিকে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version