Home বিনোদন আজ বাকের ভাইয়ের ফাঁসি!

আজ বাকের ভাইয়ের ফাঁসি!

0

আজকের এই দিনে স্মরণীয় একটি ঘটনা ঘটেছিল। ১৯৯৩ সালের ২২ সেপ্টেম্বর আদালতের রায়ে ফাঁসি কার্যকর করা হয়েছিল বাকের ভাইয়ের। তার এই ফাঁসি দেয়ার ঘটনাকে কেন্দ্র করে মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। দেশের বিভিন্ন জায়গায় বাকের ভাইয়ের ফাঁসি ঠেকানোর জন্য মিছিল সমাবেশ হচ্ছিল রায় কার্যকর হবার আগে থেকেই। আর ফাঁসি কার্যকরের দিনটিতে ঢাকার চেহারা কারফিউর মতো রূপ নিয়েছিল। এমনকি নিউইয়র্কেও এ ফাঁসির বিরুদ্ধে আন্দোলন হয়েছিল।

মজার ব্যাপার হচ্ছে এটি সত্যিকারের কোনো ঘটনা নয়। হুমায়ূন আহমেদের রচনায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকের প্রধান চরিত্র বাকের তার পরোপকারী স্বভাবের কারণে এলাকার লোকজনের কাছে ‘বাকের ভাই’ হিসেবে পরিচিত। তার এই ফাঁসি দেয়ার ঘটনাকে কেন্দ্র করে দর্শকদের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। মৃত্যুদিনে বাকের ভাইয়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি। একই সাথে বাংলা নাটকের সবচেয়ে জনপ্রিয় চরিত্র বাকের ভাই চরিত্রে রূপদানকারী অভিনেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সাংষ্কৃতিক মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূরকে ধন্যবাদ তাঁর অসাধারণ অভিনয়ের জন্য। হুমায়ূন স্যার অন্য ভূবনে পাড়ি জমালেও মাননীয় মন্ত্রী আপনি বহু বছর বেঁচে থাকুন আমাদের মাঝে বাকের ভাই রূপে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version