Home বিনোদন এবার ইউটিউবে দেখা যাবে আমির খানের ‘সিতারে জামিন পার

এবার ইউটিউবে দেখা যাবে আমির খানের ‘সিতারে জামিন পার

0

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খানের আলোচিত চলচ্চিত্র ‘সিতারে জামিন পার’ এবার মুক্তি পাচ্ছে ইউটিউব চ্যানেলে। আগামী ১ আগস্ট থেকে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব সিনেমা অন ডিমান্ডে ছবিটি দেখা যাবে।

একটি নির্ভরযোগ্য গণমাধ্যম সূত্র জানিয়েছে, সিনেমাটি প্রেক্ষাগৃহে সাফল্য পাওয়ার পর অ্যামাজন প্রাইম ভিডিওর ১২০ কোটি টাকার অফার ফিরিয়ে দিয়েছেন আমির খান। তার বক্তব্য, “আমি চেয়েছি সিনেমাটি সাশ্রয়ী মূল্যে বিশ্বের সব মানুষের কাছে পৌঁছাক। তাই ইউটিউবকেই বেছে নেওয়া হয়েছে।”

ইউটিউবে টিকিট মূল্য কত?
এই সিনেমাটি ইউটিউবে ১০০ টাকায় ভাড়া করে দেখা যাবে। ভারত ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, সিঙ্গাপুর, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, স্পেনসহ ৩৮টি দেশে স্থানীয় মুদ্রায় মূল্য নির্ধারণ করা হবে।

প্রযোজনা সংস্থা আমির খান প্রোডাকশনস জানিয়েছে, ভবিষ্যতেও তাদের অন্যান্য চলচ্চিত্র ইউটিউবের মাধ্যমে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

কেন ইউটিউব?
ইউটিউব মুক্তির সিদ্ধান্ত নিয়ে আমির খান বলেন, “ভারতে ইন্টারনেট ব্যবহার দ্রুত বাড়ছে, এবং ইউটিউব প্রায় প্রতিটি ডিভাইসে সহজলভ্য। আমি চাই, সিনেমা যেন সহজে, সাশ্রয়ীভাবে ও বিশ্বজুড়ে মানুষের কাছে পৌঁছায়। এটি যদি সফল হয়, তবে ভবিষ্যতে নির্মাতারা আরও স্বাধীনভাবে গল্প বলার সাহস পাবেন।”

তিনি আরও বলেন, “গত ১৫ বছর ধরে আমি চেষ্টা করছি এমন একটি প্ল্যাটফর্ম খুঁজে পেতে, যেটির মাধ্যমে সিনেমা সেইসব দর্শকদের কাছেও পৌঁছাবে, যারা প্রেক্ষাগৃহে যেতে পারেন না। অবশেষে সেই মুহূর্ত এসেছে।”

প্রেক্ষাগৃহে বিপুল প্রশংসা
‘সিতারে জামিন পার’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা। মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

চলচ্চিত্রটি শুধুমাত্র ইউটিউবেই দেখা যাবে; অন্য কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে এটি মুক্তি পাবে না—এ তথ্য নিশ্চিত করেছে প্রযোজনা সংস্থা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version