Home শিক্ষা ঢাবি শিবিরের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন

ঢাবি শিবিরের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন

0
ঢাবি শাখা ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ (৫ আগস্ট) উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা।

বুধবার (৩০ জুলাই) বিকালে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন শাখা সভাপতি এসএম ফরহাদ।

কর্মসূচির বিবরণ
লিখিত বক্তব্যে এসএম ফরহাদ জানান, ৫, ৬ ও ৭ আগস্ট—এই তিন দিনব্যাপী কর্মসূচি পালন করা হবে।

৫ আগস্ট ভোর ৫টায় টিএসসি থেকে গণভবন অভিমুখে সাইকেল র‍্যালি আয়োজনের ঘোষণা দেন তিনি। র‍্যালিতে অংশ নিতে আগ্রহীদের মধ্যে ৫০০ জন ঢাবি শিক্ষার্থীর জন্য রেজিস্ট্রেশনের সুযোগ থাকবে।

এছাড়া টিএসসি অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানমালায় থাকবে—

মঞ্চ নাটক

শহীদ পরিবারের স্মৃতিচারণ

প্ল্যানচেট বিতর্ক

মূকাভিনয়

পরবর্তী দুই দিন সেখানে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম এবং প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শনেরও আয়োজন করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক কাজী আশিক, প্রচার সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খান, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মাজহারুল ইসলাম ও সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মিফতাহুল হুসাইন আল মারুফ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version