Home শিক্ষা বুধবার শুরু হচ্ছে মাইলস্টোন কলেজে পাঠদান, মানসিক স্বাস্থ্যকেন্দ্রিক কাউন্সেলিং অব্যাহত

বুধবার শুরু হচ্ছে মাইলস্টোন কলেজে পাঠদান, মানসিক স্বাস্থ্যকেন্দ্রিক কাউন্সেলিং অব্যাহত

0

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ৩ আগস্ট খুললেও পাঠদান কার্যক্রম শুরু হবে আগামী বুধবার (৬ আগস্ট) থেকে। কলেজ অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম জানান, ৪ আগস্ট ক্লাস থাকলেও তা হবে মূলত শিক্ষার্থীদের মানসিক অবস্থা যাচাই ও কাউন্সেলিংয়ের ওপর ভিত্তি করে। নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকরা কথা বলবেন এবং যাদের মানসিক চাপ বেশি, তাদের ব্যক্তিগত কাউন্সেলিং দেওয়া হবে।

অধ্যক্ষ জানান, পুরো পরিবার মানসিকভাবে আহত হলেও ধীরে ধীরে শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য ধাপে ধাপে পাঠদান শুরু করা হচ্ছে। কলেজ কর্তৃপক্ষ ইতোমধ্যে নিহত শিক্ষার্থীদের নাম, পরিচয় ও ছবি যাচাই-বাছাই করে অফিসিয়াল তালিকা প্রকাশ করেছে এবং নিশ্চিত করেছে, এখনো কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই।

তিনি অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করানো হবে যাতে তারা দ্রুত শিক্ষা কার্যক্রমে ফিরে আসতে পারে।

অধ্যক্ষ জিয়াউল আলম সকলের প্রতি অনুরোধ জানিয়ে বলেছেন, এই কঠিন সময়ে গুজবের পরিবর্তে বাস্তব তথ্যের ওপর ভরসা করে সহযোগিতা ও সহানুভূতি প্রদর্শন করতে হবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version