চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মেডিকেল সেন্টারে ফিজিওথেরাপি অ্যান্ড স্পোর্টস ইনজুরি রিহ্যাব ইউনিটের বিকাল শিফটের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুর আড়াইটায় মেডিকেল সেন্টারের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে এ শিফটের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
মেডিকেল সেন্টার সূত্রে জানা যায়, এর আগে ফিজিওথেরাপি ইউনিটের সেবা কার্যক্রম সকাল থেকে দুপুর পর্যন্ত সীমাবদ্ধ ছিল। দুপুরের পর এ সেবা বন্ধ থাকায় শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের ভোগান্তিতে পড়তে হতো। নতুন করে বিকাল শিফট চালু হওয়ায় এখন থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত এ ইউনিটের সেবা কার্যক্রম চালু থাকবে।
এই ইউনিট থেকে শরীর ব্যথা, হাঁটু ব্যথাসহ খেলাজনিত সব ধরনের ইনজুরির চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, দায়িত্ব গ্রহণের পর মেডিকেল সেন্টারকে আমরা একটি গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে চিহ্নিত করেছি। দায়িত্ব নেওয়ার পরপরই মেডিকেল সেন্টারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে মাননীয় উপাচার্যের নির্দেশনায় এর উন্নয়ন কার্যক্রম শুরু করা হয়। ধারাবাহিক সেই উদ্যোগের অংশ হিসেবেই ফিজিওথেরাপি অ্যান্ড স্পোর্টস ইনজুরি রিহ্যাব ইউনিটে বিকাল শিফট চালু করা হলো।
বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যখাতের উন্নয়ন বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, রাতারাতি সব পরিবর্তন সম্ভব নয়। তবে পর্যায়ক্রমে মেডিকেল সেন্টারকে আধুনিক ও কার্যকর করার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে নতুন করে এমবিবিএস চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে এবং ফিজিওথেরাপি ইউনিট চালু ও সম্প্রসারণ করা হয়েছে। এখন থেকে শিক্ষার্থীরা এসব সেবা নিয়মিতভাবে গ্রহণ করতে পারবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন চবি মেডিকেল সেন্টারের ফিজিওথেরাপি ইউনিটের প্রধান মোহাম্মদ কামরুজ্জামান, চাকসুর সহ-সভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি, চাকসুর পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহসহ মেডিকেল সেন্টারে কর্মরত বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা।
মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধি
সিএ/জেএইচ


