দেশের বাইরে বসে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার দিন শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পঞ্চগড়-১ আসনে ১১ দলের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা সারজিস আলম। তিনি বলেন, ‘বিপ্লবী প্রজন্ম ঘুমিয়ে নেই। প্রয়োজন হলেই তারা মাঠে নামবে। সব জুলুমের জবাব এবার ব্যালটের মাধ্যমে দেবে।’
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের তুলারডাঙ্গা এলাকায় এক প্রচারণা সভায় এসব কথা বলেন সারজিস আলম। তিনি বলেন, ‘শেখ হাসিনা ভারতে বসে সিদ্ধান্ত নেবে ওই দিন এখন আর নাই। দেশের বাইরে বসে অন্য কোনো দেশ বা এজেন্ট বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে সেই দিন আর নাই। বাইরে থেকে এমন অনেক কিছু বলা যায়। সাহস থাকলে বাংলাদেশে এ দেশে আসুক। দেশের মানুষ তাদের দেখিয়ে দেবে তাদের কী অবস্থান।’
প্রশাসন ও রাজনীতিতে ক্ষমতার অপব্যবহারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় রাজনীতিবিদদের ক্ষমতার অপব্যবহার যদি আমরা বন্ধ করতে পারি এবং প্রত্যেক জায়গায় জনগণের সঙ্গে ইনসাফ করতে পারি তাহলে আমরা এই বাংলাদেশকে মুক্ত করতে পারব ইনশাআল্লাহ।’
১১ দলীয় জোটের প্রতি জনসমর্থনের বিষয়ে সারজিস আলম বলেন, ‘মানুষের মধ্যে ব্যাপক সাড়া এ কারণে আমরা যে ১১টি দল অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জুলুম করেনি, চাঁদাবাজি করেনি, মানুষকে মিথ্যে মামলা দেয়নি। হয়তো উপকার করার চেষ্টা করেছে কিন্তু ক্ষতি করেনি। এই জায়গা থেকে মানুষ আশান্বিত হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘তারা বলছে ভোটের দিন ব্যালটের বিপ্লব দেখতে পাবেন এবং তারা সব জুলুমের উত্তর এবার ব্যালটের মাধ্যমে দেবে।’
স্বচ্ছ ভোটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘আমরা যদি স্বচ্ছ ভোট নিশ্চিত করতে পারি ইনশাআল্লাহ শুধু পঞ্চগড়-১ আসন নয় সারা বাংলাদেশে ১১ দল ঐক্যবদ্ধভাবে এবার সরকার গঠন করবে।’
বিএনপিকে ইঙ্গিত করে সারজিস আলম বলেন, ‘পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী যদি বলে থাকে প্রশাসন আমাদের সহযোগিতা করছে তাহলে তারা নিজের দোষ ঢাকার জন্য মিথ্যে ব্লেম দিচ্ছে। তারা কোন নিয়ম মানছে না। প্রশাসনকে তোয়াক্কা করছে না।’ প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যদি সব রাজনৈতিক দলের সঙ্গে আপনাদের ওই গার্ডস দেখাইতে না পারেন, নিয়ম নীতি না মানাইতে পারেন তাহলে আপনারা দায়িত্ব ছেড়ে দিন।’
তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় পর্যায়ে বিএনপির কিছু নেতা সাধারণ মানুষ ও সনাতন ধর্মালম্বীদের হুমকি দিচ্ছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা বলতে চাই যত দ্রুত যাদের পাখনা গজায় তত দ্রুত তাদের পাখনা ভেঙে যায়।’ সারজিস আলম বলেন, সবাই যেন মানুষের কাছে গিয়ে ভোট চান এবং জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তার ভাষায়, ‘মানুষ এবার ইনসাফের পক্ষে থাকবে। জুলুমের বিরুদ্ধে থাকবে।’
সিএ/এএ


