রাজধানী ঢাকার নিকটেই আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সকালে সাভারের বাইপাইল এলাকায় এই মৃদু ভূমিকম্প আঘাত হানে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৩ এবং হঠাৎ কম্পনে আশপাশের এলাকাবাসীর মধ্যে সাময়িক আতঙ্কের সৃষ্টি হয়।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ জানান, সকাল ১০টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। কম্পনের মাত্রা খুব বেশি না হওয়ায় কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সারা দেশে ভূমিকম্পের ঝুঁকি বাড়ায় নিয়মিত সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
এর আগের দিন শুক্রবারও একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। ওই ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭ এবং নরসিংদীর মাধবদী ছিল উৎপত্তিস্থল। সকাল ১০টা ৩৮ মিনিটে রেকর্ড হওয়া সেই ভূকম্পন ঢাকার সিসমিক সেন্টারের খুব কাছে হওয়ায় ব্যাপকভাবে অনুভূত হয়েছিল।
দেশের ভূতাত্ত্বিক অবস্থান বিবেচনায় বিশেষজ্ঞরা মনে করছেন, ধারাবাহিক কম্পন ভূ-পৃষ্ঠের চাপ সঞ্চয়ের ইঙ্গিত দিতে পারে। এজন্য ঝুঁকি মোকাবিলায় পূর্বপ্রস্তুতি ও জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
সিএ/এমআরএফ


