দেশের ওপর অবস্থানরত গভীর নিম্নচাপ দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী কয়েকদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বৃষ্টির সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে প্রথমে নিম্নচাপে পরিণত হয় এবং পরে আজ সকাল ৬ টায় সুস্পষ্ট লঘুচাপে রূপান্তরিত হয়েছে। এটি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে আরও দুর্বল হয়ে যেতে পারে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেটের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও বরিশালের দু’এক জায়গায়ও বৃষ্টি হতে পারে। দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার (১ নভেম্বর) সকাল ৯টা থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
রোববার (২ নভেম্বর) চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশালের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
সোমবার (৩ নভেম্বর) চট্টগ্রাম ও সিলেটের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সিএ/এমআর


 
                                    
