দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি কমে গিয়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুধু চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
রোববার (১২ অক্টোবর) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষরিত পূর্বাভাসে জানানো হয়, সোমবার সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেটের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
১৩ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিনই চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দেশের অন্যত্র শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকবে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে।
আগামী পাঁচ দিনে আবহাওয়ার পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সিএ/এমআর


