বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় চাঁদপুরের হাইমচর উপজেলায় সাত দিনব্যাপী কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে সমাপনী দিবসের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন।
উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাত দিনব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন মাদ্রাসা থেকে আগত হাফেজগণ পবিত্র কোরআন খতম সম্পন্ন করেন। সমাপনী দিনে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন আনসারী। মোনাজাতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
সপ্তাহজুড়ে চলা এই কর্মসূচিতে হাইমচর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা পর্যায়ক্রমে অংশ নেন। সমাপনী দিনে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
শিমুল অধিকারী সুমন, চাঁদপুর
সিএ/জেএইচ


