চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের বাইপাস এলাকার সড়ক বিভাজক থেকে আজ সোমবার (২৯ ডিসেম্বর) ভোরে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহের পরিচয় জানা যায়নি। এলাকাবাসীর ধারণা, কনকনে শীতে তাঁর মৃত্যু হয়েছে। লাশটি কম্বল ঢাকা অবস্থায় উদ্ধার করে পুলিশ, পরে এলাকার সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবকেরা তা দাফনের ব্যবস্থা করেন।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানিয়েছেন, লাশ উদ্ধার করে বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। দাফনে সহায়তাকারী মোহাম্মদ তাহের বলেন, “ওই নারী সম্ভবত কনকনে শীতের কারণে মারা গেছেন। পুলিশ আমাদের বেওয়ারিশ হিসেবে দাফনের অনুমতি দিয়েছে। আমরা সীতাকুণ্ড সদরের ডেবারপাড় এলাকায় লাশটি দাফন করছি।”
এদিকে সারা দেশের মতো সীতাকুণ্ডে কয়েক দিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে। আবহাওয়া পর্যবেক্ষণাগার আজ উপজেলায় ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে, যা এই মৌসুমের সর্বনিম্ন। বেলা একটার মধ্যে সূর্যের দেখা মেলেনি। তীব্র শীতের কারণে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষদের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই কাজকর্মে যেতে পারেননি।
আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, “আজ সকালে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বেলা তিনটার দিকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। ঘন কুয়াশার কারণে তাপমাত্রা কম হয়েছে।”
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ জানান, ঠান্ডা শীতকালীন ফসলের জন্য উপকারী। তিনি বলেন, “যদি আমের মুকুল উঠে যেত, তবে কিছুটা ক্ষতির মুখে পড়তে হতো। কিন্তু কনকনে ঠান্ডা কৃষির জন্য ক্ষতিকর নয়।”
সিএ/এএইচ


