পাবনার বাঙ্গাবাড়িয়া এলাকায় রবিবার (২৬ অক্টোবর) এক ট্রাকের ধাক্কায় তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। দুর্ঘটনার কারণে ঢাকা-পাবনা মহাসড়কে যান চলাচল কিছুক্ষণ বন্ধ হয়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭টার দিকে দুই শিক্ষার্থীসহ একটি ভ্যান বাঙ্গাবাড়িয়া এলাকায় দাঁড়িয়ে ছিল। সেই সময় পাবনামুখী একটি বাঁশবোঝাই দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ভ্যানচালকসহ দুই শিশু ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেন। হাইওয়ে পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান জানান, লাশগুলো উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, এ অঞ্চলে বেশিরভাগ ট্রাক খুব দ্রুতগতি চালায়, ফলে প্রায়ই হতাহতের ঘটনা ঘটছে। প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
সিএ/এমআর


