জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় কৃষিজমি ধ্বংস করে অনুমোদনহীনভাবে পুকুর খননের অভিযোগে এক অবৈধ মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে প্রশাসন। রবিবার (৪ জানুয়ারি) রাতের অন্ধকারে অবৈধভাবে মাটি খননের সময় আলমগীর হোসেন আলম নামে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, এর আগে রবিবার (৪ জানুয়ারি) দুপুরে একই এলাকায় অবৈধ মাটি খননের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলমগীর হোসেনের ছেলে ও এস্কেভেটরচালক মেহেদী হাসানকে সতর্ক করে দশ হাজার টাকা জরিমানা করা হয়। তখন প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে খনন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।
তবে নির্দেশ অমান্য করে রাতের বেলায় আলমগীর হোসেন নিজেই পুনরায় কৃষিজমিতে পুকুর খনন শুরু করেন। বিষয়টি জানাজানি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং তাকে এক লাখ টাকা জরিমানা করেন।
সোমবার (৫ জানুয়ারি) নির্ধারিত জরিমানার টাকা পরিশোধ না করায় আলমগীর হোসেন আলমকে থানা পুলিশের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় এলাকায় অবৈধ মাটি খননের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান আরও স্পষ্ট হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত জানান, আইন অমান্য করে পরিবেশ ও কৃষিজমি ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সিএ/এএ


