রাশেদুল ইসলাম:
আর মাত্র ক’দিন পরেই বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে নগরীর স্বনামধন্য ইভেন্ট প্ল্যানার ও ম্যানেজমেন্ট কোম্পানীর রেড কার্পেটের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বছরের সর্বশেষ জমকালো কনসার্ট ইভেন্ট রেড রক ফিয়েস্টা সিজন ৪। টানা ৪র্থ বারের মতো দিনব্যাপী এবারের কনসার্ট ইভেন্টটিতে জাতীয় ও স্থানীয় প্রায় ১৫টি ব্যান্ড অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী ব্যান্ডগুলো হলো ব্ল্যাক, মেকানিক্স, বে অফ বেঙ্গল, রেডিওএকটিভ, তীরন্দাজ, স্টোন, পাওয়ার অফ গ্রাউন্ড, মেট্রিকাল, আইওনিক বন্ড, উন্মাদ, মাই থার্টি ফার্স্ট ডিমেরিট, থাউজ্যান্ড ডাইস, দ্যা ক্যাপসিকাম, ফিউজ ও ক্র্যাকড।
আয়োজক কর্তৃপক্ষ থেকে এবারের কনসার্ট ইভেন্টটিকে প্রয়াত ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করা হবে বলে জানানো হয়। আরো জানানো হয় অংশগ্রহণকারী প্রতিটি ব্যান্ডের পক্ষ হতে আইয়ুব বাচ্চুর একটি গান গেয়ে বা বাদ্যযন্ত্র বাজানোর মাধ্যমে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি দেয়া হবে। “ট্রিবিউট টু এবি” এই শিরোনামে এবারের আয়োজনে স্পন্সরকৃত প্রতিষ্ঠানগুলো হলো দৈনিক আজাদী, ওয়েল ফুড, পিএইচপি অটোমোবাইলস লিঃ, পাঠাও বাংলাদেশ লিঃ, দ্যা লন্ড্রী বয়, দি ডেকর, সাউন্ডট্র্যাক, জায়ান্ট কনসেপ্ট, কর্ণফুলী লাইটিংস, হ্যালো চিটাগাং, ড্যাজেল, ফটোস্ন্যাপ, আরটিভি, রেডিও ফুর্তি, হাইডআউট লাউঞ্জ, ডুডল ও বাংলাদেশি ব্যান্ড মিউজিক ফ্যানস কম্যুনিটি।
আগামী ১০ই নভেম্বর সিজেকেএস জিমনেশিয়াম মাঠে সকাল ১১টা হতে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিতব্য কনসার্ট ইভেন্টটিতে টিকেটের মূল্য রাখা হয়েছে মাত্র ২০০ টাকা যা নগরীর ১৫টি আউটলেটে পাওয়া যাচ্ছে।
ইভেন্ট লিংক : https://www.facebook.com/events/341915229890701/