বসন্তের আগমনে শিশুদের পোশাকও প্রাণবন্ত হওয়া উচিত। ফ্যাশন ব্রান্ড ‘কে ক্র্যাফট’ ছোটদের জন্য নিয়ে এসেছে এমন পোশাক, যেখানে রঙ, আরাম ও নান্দনিকতার সমন্বয় আছে।
হালকা বাসন্তী, লাল, কমলা, সবুজ, হলুদ, গোলাপি, ল্যাভেন্ডার ও প্যাস্টেল শেডের পোশাক শিশুদের উচ্ছ্বাস আরও বাড়ায়। ফ্রক, লম্বা কামিজের সঙ্গে প্যান্ট স্টাইলের পায়জামা, পালাজো, ধুতি পায়জামা, কুর্তি ও টপ অন্তর্ভুক্ত। ছেলেদের জন্য শার্ট, পাঞ্জাবী ও টিশার্টও আছে।
সুবিধাজনক ফেব্রিক ব্যবহারের কারণে শিশু সারাদিন স্বাচ্ছন্দ্যে খেলাধুলা ও উৎসবে অংশ নিতে পারে। দেশ-বিদেশ থেকে অনলাইনে শপিং সুবিধা পাওয়া যায়।
সিএ/এমআর


