আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাত শীর্ষ নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে নির্দেশনা পাঠানো হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে গত সপ্তাহে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি আবেদন করেন। আবেদনে দলের শীর্ষ নেতা ও সংসদ সদস্য পদপ্রার্থীদের জন্য বিশেষ নিরাপত্তার অনুরোধ জানানো হয়।
ওই আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয়। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনী পরিবেশ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে।
ইসির নির্দেশনা অনুযায়ী যেসব জামায়াত নেতা বিশেষ নিরাপত্তা পাচ্ছেন, তারা হলেন দলের আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, এ টি এম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, মুজিবুর রহমান, হামিদুর রহমান আযাদ এবং মাওলানা রফিকুল ইসলাম খান।
নির্বাচন কমিশন দ্রুততম সময়ের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।
সিএ/এসএ


